ওজীহ, মোহাম্মদ
ওজীহ, মোহাম্মদ (আনু. ১৮০৩-১৮৬৪) শিক্ষাবিদ, আলেম ও লেখক। তিনি বিহারে জন্মগ্রহণ করলেও তাঁর শিক্ষা ও কর্মজীবন অতিবাহিত হয় কলকাতায়। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় শিক্ষা লাভ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন এবং আরবি বিভাগের প্রধান হিসেবে ১৮৫৬ সালে অবসরে যান।
মোহাম্মদ ওজীহ কলকাতার মুসলিম সমাজে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। ইসলামি শাস্ত্রে ও আরবি সাহিত্যে তাঁর অগাধ পান্ডিত্য ছিল। তিনি ভারতকে ‘দারুল হরব’ (শত্রুভূমি) গণ্য করে এ দেশে জুমা ও ঈদের নামায পড়া অবৈধ ও অযৌক্তিক বলে অভিমত ব্যক্ত করেন। তিনি এ মর্মে দাফউশ শুরুর আন মাসায়িলিন নুযুর শিরোনামে একটি পুস্তিকাও প্রকাশ করেন।
মোহাম্মদ ওজীহ কলকাতার প্রথম মুসলিম সংগঠন আঞ্জুমানে ইসলামির (১৮৫৫) সহ-সভাপতি এবং আবদুল লতিফের মোহামেডান লিটারেরি সোসাইটির (১৮৬৩) প্রথম সভাপতি ছিলেন। তিনি নিযামুল ইসলাম (১৮৪১) নামে উর্দুতে ধর্মীয় ব্যাখ্যা-পুস্তক রচনা করেন। এতে তিনি প্রশ্নোত্তর পদ্ধতিতে শরিয়ত সম্পর্কিত নানা বিষয়ের আলোচনা করে চার মযহাবের মধ্যে হানাফি মতের শ্রে্ষ্ঠত্ব প্রতিপন্ন করার চেষ্টা করেন। শিষ্য নাসিরুদ্দীন সামী মৌলানা ওজীহর প্রশংসা করে ফারসিতে একটি দীর্ঘ কাসিদা রচনা করেন। [ওয়াকিল আহমদ]