এলেনবরা, লর্ড
এলেনবরা, লর্ড (১৭৯০-১৮৭১) ১৮৪২ সালের ফেব্রুয়ারি থেকে ১৮৪৪ সালের জুন পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ইংল্যান্ডের লর্ড চীফ জাস্টিস এডওয়ার্ড ব্যারন এলেনবরার পুত্র এডওয়ার্ড ল এলেনবরা কেমব্রিজের ইটন ও সেন্ট জন্স-এ শিক্ষালাভ করেন। তিনি ছিলেন টোরি দল সমর্থক রাজনীতিবিদ এবং কেবিনেট সদস্য পদমর্যাদার সমতুল্য পদ বোর্ড অব কন্ট্রোল-এর সভাপতি। ১৮২৮ থেকে ১৮৪১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি চার বার উক্ত পদে অধিষ্ঠিত হন। ১৮৪১ সালে অক্টোবর মাসে মন্ত্রিসভা লর্ড এলেনবরাকে ভারতের গভর্নর জেনারেল মনোনীত করেন। তিনি ১৮৪২ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮৪৪ সালের ১৫ জুন পর্যন্ত গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন। কিন্তু তার শাসনকাল ছিল খুবই বিতর্কিত।
এলেনবরার সম্প্রসারণ নীতির কারণে ব্রিটিশ ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক পূর্বের তুলনায় বেশি বৈরীভাবাপন্ন হয়ে ওঠে। ভারতের সমস্যা সম্পর্কে তার ভ্রান্ত ধারণার ফলে সিভিলিয়ানরা তার কর্মধারার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারেন নি। অধিকন্তু, সিভিলিয়ানদের সঙ্গে তার সম্পর্কে এমনি দুর্লঙ্ঘ ব্যবধান ও দূরত্ব সৃষ্টি হয়েছিল যে, সিভিল সার্ভিসের সদস্যগণ তাকে সহজভাবে গ্রহণ করতে পারেন নি। ঔপনিবেশিক শাসনব্যবস্থায় গভর্নর জেনারেলের সম্মতিক্রমে সিভিলিয়ানরাই যে রাষ্ট্র পরিচালনায় মুখ্য ভূমিকা রাখেন, এ বিষয় উপলব্ধি করতে তিনি ব্যর্থ হন। ফলে তার সঙ্গে সিভিলিয়ানদের ক্রমাগত অসহযোগিতার কারণে কোর্ট অব ডাইরেক্টর্স ১৮৪৪ সালের জুন মাসে তাকে প্রত্যাহার করে নেন। [সিরাজুল ইসলাম]