এনআরবি ব্যাংক লিমিটেড
এনআরবি ব্যাংক লিমিটেড প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের বেসরকারি খাতে চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ২৮ মে ২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। একই বছরের আগস্ট মাসের ৪ তারিখে ১০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,০০০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির পরিচালনাভার ২০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত।
২০১৮ হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত সময়ে ব্যাংকটির অর্থনৈতিক খাতভিত্তিক অবদান নিম্নের তালিকায় উপস্থাপন করা হলো।
মৌলিক তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)
বিবরণ | ২০১৮ | ২০১৯ | ২০২০ |
অনুমোদিত মূলধন | ১০,০০০ | ১০,০০০ | ১০,০০০ |
পরিশোধিত মূলধন | ৪,৩২০ | ৪,৬৬৬ | ৪,৬৬৬ |
রিজার্ভ | ৯৩৪ | ৪৬২ | ১,৪৪৬ |
আমানত | ৩৩,৫১৮ | ৪১,৮১০ | ৪১,৮৩১ |
(ক) তলবি আমানত | ১০,০৬১ | ১২,৩৫১ | ১৪,০৩৫ |
(খ) মেয়াদি আমানত | ২৩,৪৫৭ | ২৯,৪৫৯ | ২৭,৭৯৬ |
ঋণ ও অগ্রিম | ৩২,৪৬৬ | ৩৮,৯৩২ | ৩৮,৮৪৯ |
বিনিয়োগ | ৫,৬৪৪ | ৮,২৫৭ | ৭,৬৬৫ |
মোট পরিসম্পদ | ৪৪,১৫৬ | ৫৪,৭২৩ | ৫৫,৩৩২ |
মোট আয় | ৪,৬০৭ | ৫,৫১৭ | ৫,৬৫৩ |
মোট ব্যয় | ৩,৬৯৭ | ৪,৫৯২ | ৪,৫৮২ |
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা | |||
(ক) রপ্তানি | ৩,৯০৪ | ৫,২৭০ | ৩,৯৯০ |
(খ) আমদানি | ৯,৮০৭ | ১৬,৮২৯ | ১১,৬৮৫ |
(গ) রেমিট্যান্স | ১,৭৪২ | ২,৯১১ | ১,১৯৪ |
মোট জনশক্তি (সংখ্যায়) | ৮৪৫ | ৯৫৬ | ৮৩৪ |
(ক) কর্মকর্তা | ৬০৪ | ৭০৪ | ৬২৩ |
(খ) কর্মচারি | ২৪১ | ২৫২ | ২১১ |
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) | ৯ | ৯ | ৮ |
শাখা (সংখ্যায়) | ৪০ | ৪৬ | ৪৬ |
(ক) দেশে | ৪০ | ৪৬ | ৪৬ |
(খ) বিদেশে | ০ | ০ | ০ |
কৃষিখাতে | |||
ক) ঋণ বিতরণ | ৩৯৭ | ৫২৮ | ৫৩৯ |
খ) আদায় | ২৯১ | ৬২৬ | ৫১৯ |
শিল্প খাতে | |||
ক) ঋণ বিতরণ | ১৭,৫৫৬ | ১৮,৩১৭ | ১৮,৪৭৪ |
খ) আদায় | ১৬,৪৩৬ | ১৭,৩৭৯ | ১৯,০৯৬ |
খাত ভিত্তিক ঋণের স্থিতি | |||
ক) কৃষি ও মৎস্য | ৯৬৪ | ৩৬৬ | ৪৮১ |
খ) শিল্প | ৫,৯৯৬ | ৫,৩৭৮ | ৭,১৫৪ |
গ) ব্যবসা-বাণিজ্য | ৪,৭৪৯ | ৬,৪৫৯ | ৬,১৩৮ |
ঘ) দারিদ্র্য বিমোচন | ০ | ০ | ০ |
ঙ) সি.এস.আর | ২২ | ১১ | ৪২ |
উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১।
২০২০ সালে ব্যাংকটির আমানত ব্যাংকিং খাতের মোট আমানতের ০.২৯ শতাংশ এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ব্যাংকিং খাতের মোট ঋণ ও অগ্রিমের ০.৩৩ শতাংশ। জুন ২০২০ ভিত্তিক আমানত এবং ঋণ ও অগ্রিমের গড় সুদ হার ব্যবধান ৩.৩ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]