এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড  এক্সিম ব্যাংক নামে খ্যাত বেসরকারি খাতে বাণিজ্যিক ব্যাংকটি ১৯৯৯ সালের ৩ আগস্ট আত্মপ্রকাশ করে। ব্যাংকটি ২০০৪ সালের ১ জুলাই শরীয়াহ্ভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়। ৮ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ ব্যাংকের নীতি নির্ধারণ করে থাকে। পর্ষদ ব্যাংকটির জন্য একটি শরীয়াহ তত্ত্বাবধান সংসদ প্রতিষ্ঠা করেছে। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটির নির্বাহী প্রধান। তাঁকে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও তিনজন উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ১৪ জন ভাইস-প্রেসিডেন্ট পর্যায়ের উর্ধ্বতন নির্বাহী সহায়তা করে থাকেন। যাত্রার শুরুতে এ ব্যাংকের অনুমোদিত মূলধন ছিল ১০০০ মিলিয়ন টাকা, যা বৃদ্ধি পেয়ে ২০১৯ সাল শেষে ২০,০০০ মিলিয়ন টাকায় উন্নীত হয়। একইভাবে ব্যাংকের পরিশোধিত মূলধন ২২৫ মিলিয়ন টাকা থেকে ১৪১২৩ মিলিয়ন টাকায় উন্নীত হয়। বর্তমানে সারাদেশে ১৩১ টি শাখার মাধ্যমে এক্সিম ব্যাংক গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

এক্সিম ব্যাংক চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং মেয়াদি ও স্বল্প মেয়াদি আমানত প্রকল্প, মাসিক আয় প্রকল্প, মাসিক সঞ্চয় প্রকল্প, সুপার সেভিংস প্রকল্প, মাল্টিপ্লাস সেভিংস প্রকল্প, শিক্ষা সঞ্চয় প্রকল্প, হজ্ব অ্যাকাউন্ট এবং বৈদেশিক মুদ্রা আমানত হিসাব পরিচালনা করে। ব্যাংক বাণিজ্য বিনিয়োগ, ট্রেড ফাইন্যান্সিং, প্রকল্প বিনিয়োগ, চলতি বিনিয়োগ, রপ্তানি ও আমদানি অর্থায়ন, ঋণপত্র, পুঁজিবাজার, কর্পোরেট ব্যাংকিং, সিন্ডিকেট বিনিয়োগ, লীজ ফাইন্যান্সিং, লকার ও রিয়েল এস্টেট ফাইন্যান্সিং সেবা প্রদান করে থাকে।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০
অনুমোদিত মূলধন ২০০০০ ২০০০০ ২০০০০
পরিশোধিত মূলধন ১৪১২৩ ১৪১২৩ ১৪১২৩
রিজার্ভ ১৪১২২ ১৪৯৬৫ ১৬৫৭০
আমানত ৩০০৭৮৭ ৩৫৫৮১৭ ৩৯৫৩০৮
ক) তলবি আমানত ৫৪০৪৫ ৭৬০৩১ ৪১৭১৬
খ) মেয়াদি আমানত ২৪৬৭৪১ ২৭৯৭৮৫ ৩৫৩৫৯২
ঋণ ও অগ্রিম ৩০৫০৩৬ ৩৪৩২৮৭ ৩৯২৯২০
বিনিয়োগ ২৪৫৩০ ৪৩১৭৩ ৪০৯৫১
মোট পরিসম্পদ ৩৭০৯৯৭ ৪৩১৯৪১ ৪৮৪৭৪৪
মোট আয় ৩১৬০৬ ৩৭৪০০ ৩৬৪২৬
মোট ব্যয় ২৪৭৪২ ৩০৪৮০ ২৯৬১২
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৩৬৬৫৩৩ ৩৭৭৯১১ ৩৪৪৪২৯
ক) রপ্তানি ১৭১৭৩১ ১৭০৬৫৩ ১৬১২৯০
খ) আমদানি ১৮৯৫৩০ ২০০৮০২ ১৭৭৮২৫
গ) রেমিট্যান্স ৫২৭২ ৬৪৫৭ -
মোট জনশক্তি (সংখ্যায়) ২৯৬৪ ২৯৫৪ ২৯১০
ক) কর্মকর্তা ২৩৫১ ২৩৫৩ ২৩১৯
খ) কর্মচারি ৬১৩ ৬০১ ৫৯১
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ৩৯০ ৩৯৫ ৩৮৬
শাখা (সংখ্যায়) ১২৩ ১৩০ ১৩১
ক) দেশে ১২৩ ১৩০ ১৩১
খ) বিদেশে
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ৪৮৮৬ ৪৭৩৫ ৭১৪৮
খ) আদায় ৪৫১৯ ৪৩৩৪ ৬৫৪৯
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ৭৮৩২৭ ৭৮৫৭২ ৯৩৭৫৬
খ) আদায় ৬১০৪৬ ৬৪৮৫০ ৭১৬৩৪
খাত ভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ৩৩৩৫ ৩৭৩৬ ৪৩৩৫
খ) শিল্প ৫৯৯৩১ ৬৫৫০৬ ৮১৫৫০
গ) ব্যবসা বাণিজ্য ১১০৮৭৫ ১২০৭৬৯ ১৪০৮৮৮
ঘ) দারিদ্র্য বিমোচন
সি.এস.আর ৬১৫ ৭৯৮ ৮১৯

উৎস  আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণাালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১

আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংক গড়ে তুলেছে এক্সিম ব্যাংক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কার্যক্রমসমূহ হচ্ছে এক্সিম ব্যাংক হাসপাতাল প্রতিষ্ঠা, এডুকেশন প্রমোশন স্কীম, গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও বিনা সুদে ঋণ প্রদান, বন্যা ও ঘূর্ণিঝড় দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ঢাকা শহরে ফুট ওভার ব্রীজ নির্মাণ, ঢাকা শহরের সৌন্দর্যবর্ধন এবং হাসপাতাল ও স্কুল নির্মাণে সহায়তা প্রদান। এক্সিম ব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার (Core Banking Software), ভিসা ইসলামী কার্ড (Visa Islami Card) এবং সুইফট্ নেটওয়ার্ক-এর মাধ্যমে দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করছে।

২০১৯ সালে ব্যাংকের আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির অংশ ছিল ব্যাংকিং খাতের মোট আমানত ও ঋণ অগ্রিমের স্থিতির যথাক্রমে ২.৮ এবং ৩.১ শতাংশ এবং আমানত ও ঋণ অগ্রিমের গড় সুদহার ব্যবধান দাঁড়ায় ৩.০ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]