ইজদানী, মোহাম্মদ রওশন
ইজদানী, মোহাম্মদ রওশন (১৯১৭-১৯৬৭) লোকসাহিত্যের সংগ্রাহক ও গবেষক। ১৩২৪ বঙ্গাব্দের (১৯১৭) ১৫ ফাল্গুন ময়মনসিংহের বিদ্যাবল্লভ গ্রামে তাঁর জন্ম। পিতা শেখ আলী কবির ছিলেন কবিরাজি চিকিৎসক। স্থানীয় মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভ করে মোহাম্মদ রওশন আশুজিয়া হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। এ সময়ের কিছু আগে-পরে পিতা-মাতার মৃত্যুজনিত কারণে তিনি লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়েন ও বাউলদের সঙ্গে মিশে গান-বাজনায় সময় অতিবাহিত করেন। পরে তিনি বিয়ে করে সংসারী হন। এরপর তিনি বিভিন্ন সময়ে গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, ঋণ সালিশি বোর্ডের কেরানি, দৈনিক আজাদ ও ফ্রাঙ্কলিন পাবলিকেশনের প্রুফ রিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
রওশন ইজদানী বাংলা লোকসাহিত্য সংগ্রহ ও তার ওপর সমালোচনামূলক প্রবন্ধ রচনা করে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ করেন। এতে লোকসাহিত্য-বিশারদ হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। গ্রন্থাকারে প্রকাশিত মোমেনশাহীর লোকসাহিত্য (১৯৫১) এবং পূর্ব পাকিস্তানের লোকসাহিত্য (১৯৬৬) তাঁর উল্লেখযোগ্য দুটি গ্রন্থ। তিনি চিনুবিবি (১৯৫১) ও খাতামুন নবীঈন (১৯৬০) নামে দুখানি পল্লীকাব্যও রচনা করেন। ১৯৬৭ সালের ২৩ জুন স্বগ্রামে তাঁর মৃত্যু হয়। [ওয়াকিল আহমদ]