আহমেদ, মেসবাহউদ্দিন
আহমেদ, মেসবাহউদ্দিন (১৯২০-২০০২) ভূবিজ্ঞানী ও শিক্ষাবিদ। ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড়ে ১৯২০ সালের ৮ সেপ্টেম্বর মেসবাহউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৯ সালে প্রবেশিকা ও ১৯৪১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৪৩ সালে ভূতত্ত্বে বি.এসসি (সম্মান) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এই কৃতিত্বের ফলস্বরূপ তিনি স্বর্ণপদক এবং কে.এল জুবিলি বৃত্তি লাভ করেন। তিনি ১৯৪৬ সালে একই প্রতিষ্ঠান থেকে ভূতত্ত্বে এম.এসসি পাস করেন। ১৯৪৮ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বার এম.এসসি ডিগ্রি অর্জন করেন।
মেসবাহউদ্দিন আহমেদ ১৯৪৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সরকারি চাক্রিতে থাকাকালে পাকিস্তান এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে যথাক্রমে সিনিয়র ভূতত্ত্ববিদ, পরিচালক ও মহা পরিচালকের দায়িত্ব পালন করেন। তাঁর কাজের পরিধি ছিল ভূতাত্ত্বিক মানচিত্রাঙ্কণ, খনিজ সম্পদ অনুসন্ধান, খনন কাজের তত্ত্বাবধানসহ ভূ-পদার্থিক অনুসন্ধান এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সরকারের সব উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা ও প্রতিবেদন তৈরি করা। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮২ সাল থেকে তিনি জ্বালানি সেক্টরের কারিগরি উপদেষ্টা হিসেবে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে, বাংলাদেশে বিশ্বব্যাঙ্কের ২য় গ্যাস উন্নয়ন প্রকল্পে উপদেষ্টা হিসেবে এবং বাংলাদেশ বিল্ডিং কোডের সঙ্গে জড়িত ভূ-গাঠনিক রূপরেখা ও সিসমিক জোনিং সংক্রান্ত মানচিত্রাঙ্কণ প্রকল্পে উপদেষ্টা হিসেবে কাজ করেন।
এছাড়া তিনি জাতীয় ওশানোগ্রাফিক ও মেরিটাইম ইনস্টিটিউটে দেশিয় নৌকা সংক্রান্ত সরকারের উন্নয়নমূলক প্রকল্পে জড়িত ছিলেন ও বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, দুই মেয়াদের জন্য সভাপতি এবং আজীবন সদস্য ছিলেন। মেসবাহউদ্দিন আহমেদ ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। [সিফাতুল কাদের চৌধুরী]