আহমেদ, নাফিস
আহমেদ, নাফিস (১৯১১-১৯৮২) শিক্ষাবিদ ও বিশিষ্ট ভূগোলবিদ; ঢাকা বিশববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রতিষ্ঠাতা। জন্ম ভারতের উত্তর প্রদেশে। নাফিস আহমেদ ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৪ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৩৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব ইকোনোমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে ১৯৫৩ সালে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।
নাফিস আহমেদ কর্মজীবন শুরু করেন ১৯৩৬ সালে আলীগড় মুসলিম বিশববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রভাষক হিসেবে এবং পরবর্তীতে কলকাতা ইসলামিয়া কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ১৯৪০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রারম্ভকাল অথাৎ ১৯৪৮ সাল থেকে অবসরকাল ১৯৭১ সাল পর্যন্ত একাদিক্রমে রিডার, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন। অধ্যাপক আহমেদ ঢাকা বিশববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন হিসেবেও দায়িত্ব পালন করেন ১৯৬৪ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত। ১৯৭১ সালে অবসর গ্রহণের পর তিনি পাকিস্তানের ইসলামাবাদ বিশববিদ্যালয় এবং করাচি বিশববিদ্যালয়েও অধ্যাপনা করেন।
অধ্যাপক আহমেদ বাংলাদেশ ভূগোল পরিষদ (প্রাক্তন পূর্ব পাকিস্তান ভূগোল পরিষদ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, যা প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে এবং তিনি রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি ও আমেরিকান সোসাইটির ফেলো ছিলেন।
অধ্যাপক নাফিস আহমেদ ভূগোল বিষয়ের ওপর অনেক গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে: দি বেসিস অব পাকিস্তান (The Basis of Pakistan, ১৯৪৭), ভূগোলে মুসলমানদের অবদান (Muslim Contribution to Geography, সংস্করণ ১৯৬৫ এবং ১৯৭২) এবং পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ভূগোল (Economic Geography of East Pakistan, ১৯৫৮ এবং সংস্করণ ১৯৬৮)। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ভূগোল সংশোধিত হয়ে বাংলাদেশের নতুন অর্থনৈতিক ভূগোল (New Economic Geography of Bangladesh, ১৯৭৬) নামে প্রকাশিত হয়। এছাড়াও তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কোলাইয়ার’স এনসাইক্লোপিডিয়া এবং আমেরিকান পিপলস এনসাইক্লোপিডিয়ার বিভিন্ন শাখায় অবদান রেখেছেন।
অধ্যাপক নাফিস আহমেদ ১৯৬১ সালে তাঁর মেধা ও উচ্চশিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের রাষ্টপ্রতির কাছ থেকে সম্মান সূচক (Medal of Distinction) পদকে ভূষিত হন। ১৯৮২ সালের ৩১ মে তিনি ঢাকায় শেষ নিঃশবাস ত্যাগ করেন।
[মোহাম্মদ আবদুল হাদী]