আহমদ, রশীদউদ্দিন

আহমদ, রশীদউদ্দিন (১৯৩৭-২০১৬) নিউরোসার্জন। তিনি ১৯৩৭ সালের ২৭শে আগস্ট চট্টগ্রামের কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গফুর এবং মাতার নাম শামসুন্নানাহার। তার পিতা তদানীন্তন বাংলার সিভিল সার্ভিসের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। রশীদউদ্দিন আহমদ ঢাকার সেন্ট গ্রেগরীজ হাইস্কুল এবং নটরডেম কলেজে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালন এর পর তিনি ১৯৬৩ সালে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সার্জিক্যাল নিউরোলজি বিভাগ থেকে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।

রশীদউদ্দিন আহমদ

রশীদউদ্দিন আহমদ ১৯৭০ সালের এপ্রিল মাসে ঢাকায় ফিরে এসে ইনস্টিটিউট অব পোস্টগ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (IPGMR)-এর প্রথম বাংলাদেশী নিউরোসার্জন হিসেবে যোগদান করেন এবং ১৯৭৯ সালে তিনি এই প্রতিষ্ঠানেই নিউরোসার্জারী বিভাগে প্রফেসর পদে উন্নীত হন। তিনি কর্নেল সমমর্যাদায় ঢাকায় অবস্থিত যৌথ সামরিক হাসপাতালের একজন নিউরোসার্জন কন্সালটেন্ট ছিলেন। আইপিজিএমআর পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে, তিনি নিউরোসার্জারী বিভাগের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৯৮ সালের এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সোসইটি অব নিউরো সায়েন্সেসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। অতঃপর ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনদের প্রতিষ্ঠাতা সভাপতি হন। ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স প্রতিষ্ঠায় সহায়তা করেন। তার ৫০টি বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ ছাপা হয়েছে।

জাতীয় জীবনে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে তাকে ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করে। তিনি একজন বাস্কেট বল এবং লন টেনিস খেলোয়াড়ও ছিলেন। ২০০৭ সালে তিনি বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস এওয়ার্ড প্রাপ্ত হন।

তিনি ২০১৬ সালের ১৯শে মার্চ মৃত্যুবরণ করেন। [এম.কে.আই কাউয়ুম চৌধুরী]