আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত সুদমুক্ত বেসরকারি ব্যাংক। ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর এটি কার্র্যক্রম শুরু করে। এর ব্যাংকিং ব্যবসা ইসলামী আইন ও নীতি অনুযায়ী সুদমুক্ত পদ্ধতিতে সম্পাদিত হয় এবং এই উদ্দেশ্যে এর একটি ‘শরীয়াহ কাউন্সিল’ রয়েছে। ব্যাংকটি ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি অ্যাক্ট-এর অধীনে ব্যাংকিং সেবা প্রদান করছে। ২১ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের উপর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এর প্রধান নির্বাহী একজন ব্যবস্থাপনা পরিচালক। এর প্রধান কার্যালয় ঢাকায়।
মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)
বিবরণ | ২০১৮ | ২০১৯ | ২০২০ |
অনুমোদিত মূলধন | ১৫০০০ | ১৫০০০ | ১৫০০০ |
পরিশোধিত মূলধন | ১০৪৪০ | ১০৬৪০ | ১০৬৪৯ |
রিজার্ভ | ৮৩৮০ | ৯৪২২ | ১১৬৪০ |
আমানত | ২৮৪৮৫৪ | ৩২৪০০৯ | ৩৪৬৭৫৯ |
(ক) তলবি আমানত | ২৩৮৫৭ | ২৬০৯৭৭ | ৩৬৬৩২ |
(খ) মেয়াদি আমানত | ২৭৩৫১ | ২৯৬৬৫৮ | ৩১০১২৭ |
ঋণ ও অগ্রিম | ২৬৫১৩২ | ২৯২৫৯৭ | ৩০৯৭৬২ |
বিনিয়োগ | ১১৩৬৭ | ১৫৩৩৬ | ২০৭১৭ |
মোট পরিসম্পদ | ৩৩৩২৬১ | ৩৭৬৬০১ | ৪১১৬৩৬ |
মোট আয় | ২৮২৫৭ | ৩২৪৬৫ | ২৯৬৬১ |
মোট ব্যয় | ২২০৪৫ | ২৪৬৬৩ | ২৩০০০ |
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা | ৩১৯৯৭১ | ৩১৮২৯১ | ৩১৮১২৪ |
(ক) রপ্তানি | ১১৪৪৮১ | ১০৮৯৬৭ | ১০৪৯৩৯ |
(খ) আমদানি | ১৬৮৫৭৩ | ১৭১৬১১ | ১৬৯৩৭৮ |
(গ) রেমিট্যান্স | ৩৬৯১৭ | ৩৭৭১৩ | ৪৩৮০৭ |
মোট জনশক্তি (সংখ্যায়) | ৩৬৮২ | ৩৭৯৫ | ৩৯৮৪ |
(ক) কর্মকর্তা | ২৬১ | ৩০১ | ২৯৬ |
(খ) কর্মচারি | ৩৪২১ | ৩৪৯৪ | ৩৬৮৮ |
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) | ৩৩২ | ৩৩৫ | ৩৪৪ |
শাখা (সংখ্যায়) | ১৬৮ | ১৮৪ | ১৮৪ |
(ক) দেশে | ১৬৮ | ১৮৪ | ১৮৪ |
(খ) বিদেশে | ০ | ০ | ০ |
কৃষিখাতে | |||
ক) ঋণ বিতরণ | ১৫২৬ | ৩৮২৫ | ৩৯২০ |
খ) আদায় | ১৪২০ | ১৫২১ | ১২২২ |
শিল্প খাতে | |||
ক) ঋণ বিতরণ | ১৯৭৮০ | ২৯৮৭৫ | ৩১৩২১ |
খ) আদায় | ১৬৩৪০ | ২৩৩৩৫ | ২৬৭৮৫ |
খাতভিত্তিক ঋণের স্থিতি | |||
ক) কৃষি ও মৎস্য | ২৮০০ | ৫১০৪ | ৭৮০২ |
খ) শিল্প | ১২০৭৫৬ | ১৪৪৬২৩ | ১৪৯৩৮৫ |
গ) ব্যবসা বাণিজ্য | ৯১৭৮৫ | ৫৭৫৫১ | ৬৫৩২৯ |
ঘ) দারিদ্র্র্য বিমোচন | ১২৬ | ১৬৫ | ১৭০ |
সি.এস.আর | ১২২ | ৭৯ | ২৮৪ |
উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন, ২০১৯-২০২০ ও ২০২০-২১।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক হালাল দ্রব্যাদি ক্রয়বিক্রয়ে লাভক্ষতির ভিত্তিতে তহবিল বিনিয়োগ করে। ব্যাংক মুদারাবা আমানত তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত আয়ের একটি নির্ধারিত অংশ আমানতকারীদের মধ্যে বণ্টন করে। ব্যাংকের বিনিয়োগসমূহ নিয়মিত ও নিবিড়ভাবে তদারকি করা হয় যাতে কোনো বিনিয়োগ বা এর অংশবিশেষ মেয়াদোত্তীর্ণ ও লোকসানি ঋণে পর্যবসিত না হয়। [মোহাম্মদ আবদুল মজিদ]