আলী, সৈয়দ সুলতান
আলী, সৈয়দ সুলতান (১৮৭৬-১৯৬৬) আইনজ্ঞ, রাজনীতিক, আইনসভার সদস্য ও সমাজকর্মী। তিনি বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। সৈয়দ সুলতান আলী কলকাতার রিপন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯০৫ সালে উকিল হিসেবে আইন পেশায় যোগদান করেন। তাঁর পিতা সৈয়দ এমদাদ আলীও ছিলেন একজন উকিল।
সৈয়দ সুলতান আলী ১৯২৪ থেকে ১৯২৬ সাল পর্যন্ত বঙ্গীয় আইনসভার সদস্য ছিলেন। রাজনৈতিকভাবে তিনি ছিলেন খিলাফতপন্থী এবং প্রথম দিকে কংগ্রেস ও পরবর্তীকালে মুসলিম লীগ-এর একজন সক্রিয় কর্মী। তিনি বাগেরহাটের পি.সি কলেজের প্রতিষ্ঠাতা-সদস্য। সমাজকর্মী হিসেবে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৩৯ সালে তাঁকে ‘খান সাহেব’ এবং ১৯৪৬ সালে ‘খান বাহাদুর’ খেতাব দেওয়া হয়। [সৈয়দ আলী ইমাম]