আলী, এম আকবর
আলী, এম আকবর (১৯১১-২০০১) শিক্ষাবিদ, গবেষক এবং বিজ্ঞান লেখক। মালিক আকবর আলীর জন্ম ১৯১১ সালের ১ মার্চ, পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামে। পিতা মুন্সি মিয়াজান এবং মাতা বুলু বেগম, উভয়েই ছিলেন বিদ্যানুরাগী। এডওয়ার্ড কলেজ থেকে আই.এসসি পাস করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রে অধ্যয়ন করেন এবং ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন রিসার্চ ফেলো হিসেবে কাজ করার পর সরকারের আয়কর বিভাগে নিরীক্ষক হিসেবে যোগদান করেন। খুলনা ও চট্টগ্রামে কয়েক বছর কর্মরত থেকে ১৯৪২ সালে কলকাতা অফিসে বদলি হয়ে আসেন। এ সময় থেকেই কলকাতায় শুরু হয় হিন্দু-মুসলিম দাঙ্গা। ফলে ১৯৪৭ সালে তিনি ঢাকা চলে আসেন। পাকিস্তান পুল সার্ভিসের ক্যাডার তালিকায় ৩০ জনের মধ্যে আকবর আলী ছিলেন একমাত্র বাঙালি। এ তালিকা থেকে ১৯৫৪ সালে করাচিতে তিনি যুগ্ম আয়কর কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ও পরে উপ-সচিব হিসেবে পদোন্নতি পান।
ছাত্রজীবন থেকেই আকবর আলী প্রবাসী, মোহাম্মদী, সওগাত এবং আজাদ সহ বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেন। ১৯৩৬ সালে তাঁর প্রথম গ্রন্থ চাঁদ মামার দেশ প্রকাশিত হয়। তবে তাঁর সবচাইতে উল্লেখযোগ্য প্রকাশনা ও অবদান হলো ১২ খন্ডের বিজ্ঞানে মুসলমানের দান। প্রায় সাত হাজার পৃষ্ঠার এ গ্রন্থমালায় রয়েছে তিন খন্ড অঙ্কশাস্ত্র, দু খন্ড রসায়নশাস্ত্র, চার খন্ড চিকিৎসাবিজ্ঞান এবং তিন খন্ড ভূগোল। তাঁর লিখিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে Science in the Quran (3 vols), Aspect of Science in Religions: A Comparative Study (3 vols), জাবির ইব্নে হাইওয়ান, আলবেরুনী, ইব্নে সিনা, ওমর খৈয়াম, ইস্তাম্বুলের পথে পথে, ভবিষ্যতের বিজ্ঞান ইত্যাদি। দেশের কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানীর সহযোগিতায় তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য প্রকাশনাগুলি হলো Scientific Indication in the Holy Quran এবং Muslim Contribution to Science.
মালিক আকবর আলী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সঙ্গেও জড়িত ছিলেন। সাতবাড়িয়া বালিকা বিদ্যালয় ও কলেজের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। এ একনিষ্ঠ গবেষক ২০০১ সালের ১৮ জানুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। [আলি নওয়াজ]