আলম, মোহাম্মদ জহুরুল
আলম, মোহাম্মদ জহুরুল (১৯২৫-১৯৮০) কীটতত্ত্ব বিশারদ এবং শিক্ষাবিদ। ড. মোহাম্মদ জহুরুল আলম ঢাকা জেলার কেরানীগঞ্জের বামনসুর গ্রামে ১৯২৫ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে ম্যাট্রিকুলেশন এবং জগন্নাথ কলেজ থেকে ১৯৪২ সালে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৪৩ থেকে ১৯৪৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে ১৯৪৬ সালে কৃষি অনুষদ থেকে বি.এসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট, তেজগাঁও-তে পড়াশোনা (১৯৪৬-১৯৪৮) করে স্নাতক কৃষি ডিগ্রি লাভের পর ১৯৪৮ সালের ডিসেম্বরে কৃষি বিভাগের কীটতত্ত্ব শাখায় একজন গবেষণা সহকারী হিসেবে কাজে যোগদান করেন। ১৯৫৩ সালে তিনি সহকারী কীটতত্ত্ববিদ হিসেবে পদোন্নতি পান। ১৯৫৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে থেকে কীটতত্ত্ব বিষয়ে এম.এস ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে ১৯৬০ সালে পূর্ব পাকিস্তান সরকারের কীটতত্ত্ববিদ হিসেবে নিযুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ড. আলম ১৯৫৯ সালে Royal Entomological Society এবং ১৯৭৬ সালে Zoological Society of Bangladesh-এর ফেলো নির্বাচিত হন।
সরকারের একজন কীটতত্ত্ববিদ এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব শাখার প্রধানের দায়িত্ব পালন ছাড়াও তিনি ১৯৬১ সাল পর্যন্ত বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি এই ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে নিযুক্তি পান।
ড. আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দেশে বিদেশে কৃষি, কীটতত্ত্ব এবং উদ্ভিদ সংরক্ষণের ওপর বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। তেরটি বইসহ তাঁর প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা প্রায় ১০০। এ দেশে কীটতত্ত্ব শিক্ষার পথিকৃৎ ছিলেন ড. জহুরুল আলম। বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির তিনি ছিলেন একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৭৯-৮০ সালে সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালের ৩ ফেব্রুয়ারি ড. আলম ঢাকায় মৃত্যুবরণ করেন। [এস.এম হুমায়ুন কবির]