আবদুল হামিদ মসজিদ
আবদুল হামিদ মসজিদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গোয়ালদি গ্রামে গোয়ালদি মসজিদের অনতিদূরে উত্তরপূর্ব দিকে অবস্থিত। একটি শিলালিপির সাক্ষ্য মতে ১৭০৫ খ্রিস্টাব্দে (১১১৬ হি.) জনৈক আবদুল হামিদ শাহ কর্তৃক মসজিদটি নির্মিত হয়। মসজিদের নিকটেই একটি সৌধে তিনি সমাহিত আছেন। নির্মাণকালে এটি ছিল একগম্বুজ বিশিষ্ট বর্গাকার ইমারত এবং এর চার কোণে ছিল চারটি অষ্টভুজাকৃতির সন্নিহিত বুরুজ। আবদুল হামিদ মসজিদ মুগল স্থাপত্যরীতিতে নির্মিত। এর পরিধি অভ্যন্তরভাগে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়দিকে ৫.০২ মিটার এবং বহির্ভাগে উভয়দিকে ৬.৭৫ মিটার। মসজিদের পূর্বদিকের তিনটি প্রবেশপথের মধ্যে মধ্যবর্তীটি সবচেয়ে বড় এবং দক্ষিণ ও উত্তর দিকে রয়েছে একটি করে প্রবেশপথ।
মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। পূর্বদিকে স্থায়ী পাকা সম্প্রসারণসহ বিভিন্ন সময়ে মসজিদটির সংস্কার সাধন করা হয়েছে এবং পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে টিনশেড বারান্দা নির্মাণ করে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে। পরিবর্তন ও সম্প্রসারণের ফলে মসজিদটি আধুনিক রূপ নিয়েছে। বর্তমানে এটি জামে মসজিদরূপে ব্যবহূত হচ্ছে। [মুয়াযযম হুসায়ন খান]