আত্মীয় সভা
আত্মীয় সভা হিন্দু ধর্ম ও সমাজ সংস্কারকারী রামমোহন রায় (১৭৭৪-১৮৩৩) কলকাতায় ১৮১৫ সালে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন। এটি ছিল ব্যক্তিগত পর্যায়ে আলোচনার জন্য সমমনা ব্যক্তিদের একটি গোষ্ঠী, যারা কলকাতায় রামমোহনের মানিকটোলার বাগান বাড়িতে নিয়মিতভাবে মিলিত হতেন। আত্মীয়সভা (বান্ধব সমিতি) ছিল এক ধরনের আলোচনা স্থল যেখানে রামমোহন রায় ও তাঁর বন্ধুরা ধর্মীয় ও সামাজিক সমস্যা সম্পর্কে নিজেদের মধ্যে মত বিনিময় করতে সমবেত হতেন। আত্মীয়সভার সভাগুলিতে আলোচিত বিষয়ের মধ্যে ছিল মূর্তি পূজার অসারতা, বর্ণ প্রথা এবং সতীদাহ প্রথা ও বহুবিবাহের কুফলসমূহ এবং বিধবা বিবাহ প্রচলনের বাঞ্ছনীয়তা। [এ.এফ সালাহ উদ্দীন আহমেদ]