অ্যান্ডারসন, জেমস ড্রুমন্ড

অ্যান্ডারসন, জেমস ড্রুমন্ড (১৮৫২-১৯২০)  ইন্ডিয়ান সিভিল সার্ভিস-এর সদস্য, গবেষক ও লেখক। ১৮৫২ সালের ১১ নভেম্বর কলকাতায় তাঁর জন্ম। পিতা ডা. জেমস অ্যান্ডারসন এম. ডি, মাতা এলেন গার্সটিন। তিনি ইংল্যান্ডের রাগবি শহরের চেলটেনহ্যাম কলেজে লেখাপড়া করেন। ১৮৭৫ সালে বাংলায় অ্যাসিস্টেন্ট ম্যাজেস্ট্রেট ও কালেক্টর পদে যোগ দেন। দীর্ঘ ১৪ বছর (১৮৮০-১৮৯৪) আসামে চাকরি করার পর তিনি ১৮৯৪ সালে বেঙ্গল সিভিল সার্ভিসে যোগ দেন এবং ম্যাজিস্টেট ও জেলা কালেক্টরের দায়িত্ব লাভ করেন। ১৯০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং একই সময়ে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের লেকচারার হিসাবে যোগ দেন।

জেমস ড্রুমন্ড অ্যান্ডারসন ভারতে স্থানীয় লোক-সংস্কৃতি, ভাষা ও ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করেন। বাংলা ভাষার ওপর তাঁর ভালো দখল ছিল। সংস্কৃতি ও ভাষা বিষয়ক তাঁর রচিত কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে: এ কালেকশন অব কাছারী ফোকটেলস এন্ড রাইমস (১৮৯৫), এ শর্ট  ভোকাবোলারি অব দ্য আকা লেঙ্গুয়েজ (১৮৯৬), সাম চিটাগং প্রোভার্বস (১৮৯৭), দ্য পিপল অব ইন্ডিয়া (১৯১৩), এ ম্যানুয়েল অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (১৯২০) [A Collection of Kachari Folk-Tales and Rhymes (1895), A Short Vocabulary of the Aka Language (1896), Some Chittagong Proverbs (1897), The Peoples of India (1913), A Manual of the Bengali Language (1920).] । এ ছাড়া ভাষাতত্ত্ব বিষয়ের ওপর তিনি অনেক নিবন্ধ লেখেন।

জেমস ড্রমন্ড অ্যান্ডারসন ১৯২০ সালের ২৪ নভেম্বর ইংল্যান্ডে মারা যান।  [মো. মামুনূর রশীদ]