অহংকার

অহংকার  বৈদিক সংস্কৃত শব্দ, অর্থ ‘আমি বানাই, সৃষ্টি করি; আমি হুংকার দিই, অর্থাৎ ঘোষণা দিই। বৈদিক দর্শনমতে অহংকার মানে ব্যক্তি স্বত্তা, ব্যক্তির অস্তিত্ব চেতনা। অহংকারের বিকৃত রূপ আত্মপ্রাধান্য, আত্মপ্রচার, আত্মপ্রসাদ। সাংখ্য ও যোগদর্শনে অহংকার হচ্ছে চিরপরির্তনশীল সৃষ্টিশীলতায় প্রকৃতির তৃতীয় মাত্রা। এ থেকেই বিকশিত হয়  ভৌতিক জগতের নানা রূপ ও ধারা। সাংখ্য দর্শনমতে ব্যক্তির বুদ্ধি ও মানস প্রকৃতির অঙ্গ। প্রকৃতির অঙ্গ হিসেবে ব্যক্তির বুদ্ধি ও মানস অপরিবর্তনশীল। বাকি সবই পরিবর্তশীল। বৈদিক শাস্ত্রমতে অহংকার বলেই সৃষ্টিকর্তা বিশ্বব্রম্মান্ড ও জীব সৃষ্টিলীলা চালিয়ে যাচ্ছেন।  [মুহম্মদ সাইফুল ইসলাম]