অভয়াকর গুপ্ত
অভয়াকর গুপ্ত (আনু. ১০৯১-১১০৬) বৌদ্ধ পন্ডিত। বাংলার (মতান্তরে উড়িষ্যার ঝাড়খন্ডের) এক ক্ষত্রিয় পরিবারে তাঁর জন্ম। তিনি রামপালের (১০৮২-১১২৪) সমসাময়িক ছিলেন। তেঙ্গুরের সাক্ষ্য অনুসারে অভয়াকর প্রায় ২০খানা বজ্রযানী গ্রন্থ রচনা করেন। সেগুলির মধ্যে মর্মকৌমুদী, বোধিপদ্ধতি, যোগাবলী প্রভৃতি প্রসিদ্ধ। পন্ডিত অভয়াকর বজ্রাসন (বুদ্ধগয়া), নালন্দা ও বিক্রমশীল বিহারে অধ্যাপনা করেন। রামপাল প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের জগদ্দল মহাবিহারের পন্ডিত বিভূতিচন্দ্র তাঁর কয়েকটি গ্রন্থ তিববতি ভাষায় অনুবাদ করেন। বৌদ্ধধর্ম বিস্তারে তাঁর অবদান অপরিসীম। এ কারণে তিববতে তিনি ‘পাঞ্ছেনরিন্ পোছেই’ অর্থাৎ রাজগুণালঙ্কৃত লামার মর্যাদা লাভ করেন। [নিখিল রঞ্জন বিশ্বাস]