অধিকারী, সরোজ কুমার নাথ
অধিকারী, সরোজ কুমার নাথ (১৯৩৮-১৯৭১) শিক্ষাবিদ, শহীদ বুদ্ধিজীবী। জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলার পলাশ থানার মূলপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মোহন নাথ অধিকারী। সরোজ কুমার ১৯৫৩ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৭ সালে আই.কম পাস করেন। ১৯৬০ সালে তিনি জগন্নাথ কলেজ থেকে বি.কম পাস করেন। সরোজ কুমার ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এম.কম ডিগ্রি অর্জন করেন।
সরোজ কুমার আই.কম পাশ করার পর পরই গয়েশপুর বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৩ সালে এম.এ ডিগ্রি লাভের পর তিনি বাজিতপুর কলেজে অর্থনীতির প্রভাষক নিযুক্ত হন। ১৯৬৪ সালে তিনি নরসিংদী কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপনার পাশাপাশি সরোজ কুমার নাথ প্রগতিশীল কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।
১৯৭১ সালের ২৮ আগস্ট পাকিস্তানি সৈন্যরা সরোজ কুমার নাথসহ নরসিংদী কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীকে নরসিংদীর টেলিফোন এক্সচেঞ্জ ভবনে সেনা ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে পাঁচদোনার লোহার পুলের কাছে তাঁদের হত্যা করা হয়। সরোজ কুমার নাথ অধিকারী প্রশ্নোত্তরে বাণিজ্যিক আইন নামে একটি গ্রন্থ রচনা করেন। তিনি নরসিংদীতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গেও জড়িত ছিলেন। [এ.টি.এম যায়েদ হোসেন]