পীর ইয়েমেনি

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

পীর ইয়েমেনি একজন প্রখ্যাত দরবেশ। পীর ইয়েমেনি নামে সমধিক পরিচিত। এই দরবেশের প্রকৃত নাম হযরত শেখ মালেক। তিনি চৌদ্দ শতকে ইয়েমেন থেকে দিল্লি হয়ে বাংলায় আসেন। দিল্লিতে হজরত নিজামউদ্দীন আউলিয়ার দরবারে হজরত শাহ জালাল মুজাররাদ (রঃ)-এর সাথে তাঁর সাক্ষাৎ হয়। হজরত শাহ জালালের সঙ্গে তিনি সিলেট বিজয়ে অংশগ্রহণ করেন। সিলেট বিজয়ের পর শাহ জালাল তাঁকে ইসলাম প্রচারের জন্য ঢাকায় পাঠান। তিনি তাঁর শিষ্য শাহ বলখীকে নিয়ে বর্তমান সচিবালয়ের সন্নিকটস্থ স্থানে একটি খানকাহ স্থাপন করেন। ইসলাম প্রচারে তাঁরা সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। পীর ইয়েমেনির মৃত্যুর সঠিক তারিখ জানা যায় নি। তাঁর কবরের ওপর একটি সমাধিসৌধ এবং এর নিকটেই একটি মসজিদ নির্মিত হয়েছে। দুটি ইমারতই উসমানি উদ্যানের উত্তর-পূর্ব কোণে অবস্থিত।  [মোশাররফ হোসেন ভূঞা]