শাহ সফিউদ্দীনের আস্তানা

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৫৩, ১৬ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
শাহ সফিউদ্দীনের আস্তানা, হুগলী

শাহ সফিউদ্দীনের আস্তানা  একটি সমাধিসৌধ। ছোট পান্ডুয়ায় (হুগলি জেলা, পশ্চিমবঙ্গ) প্রচলিত উপাখ্যান মতে, শাহ সফিউদ্দীন এ অঞ্চল জয় করার পর এখানে শহীদ হয়েছিলেন। তাঁর দেহ পান্ডুয়ায় নিয়ে এসে সমাহিত করা হয়। একটি পরিবেষ্টিত এলাকায় তাঁর কবরের উপর একটি মাঝারি আকারের রওজা (সমাধিসৌধ) নির্মাণ করা হয়। বাঁকানো কার্নিসসহ ইট নির্মিত বর্গাকার ইমারতটি এক গম্বুজবিশিষ্ট। এর চার কোণে রয়েছে বাতিদান আকৃতির আচ্ছাদন বিশিষ্ট বুরুজসদৃশ চারটি মিনার। পশ্চিম দিকের দরজার উপরে আয়াতুল কুরসি (কুরআনের আয়াত) উদ্ধৃত করা এক খন্ড পাথর সংলগ্ন রয়েছে। রওজা ছাড়াও এ আস্তানায় আরও বেশ কয়েকটি ইমারত রয়েছে। এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারিয়া বা মতি মসজিদ। এটি একটি বর্গাকার লাল ইটের ইমারত এবং এর ছাদ এক গম্বুজবিশিষ্ট।

এর পূর্ব দিকে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ পার্শ্বে একটি করে প্রবেশদ্বার রয়েছে। সকল খিলানই খাঁজকাটা। বর্তমানে প্রার্থনা কক্ষে শুধু সম্মুখভাগের কেন্দ্রীয় প্রবেশপথ দ্বারাই প্রবেশ করা সম্ভব। অন্যগুলিকে জানালায় পরিবর্তন করা হয়েছে। কক্ষের অভ্যন্তরে কিবলা দেয়ালে তিনটি খিলানযুক্ত মিহরাব রয়েছে। এর চার কোণে রয়েছে চারটি মিনার। পরবর্তী সময়ে মসজিদটির অনেক মূল বৈশিষ্ট্যই নষ্ট করে ফেলা হয়েছে। মসজিদটি একসময় আরব্য নকশা দ্বারা সুশোভিত ছিল।  [দীপকরঞ্জন দাস]