খান, মুজিবুর রহমান২

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:১৭, ১৫ এপ্রিল ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

খান, মুজিবুর রহমান২ (১৯২৭-?)  অভিনেতা ও নাট্যনির্দেশক। টাঙ্গাইল জেলায় তাঁর জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ ও এম.এ (১৯৫৪) পাস করেন। এর আগে ১৯৪৪ সাল থেকেই তিনি কলকাতায় সরকারি চাকরি করতেন। ১৯৪৯ সালে তিনি ঢাকা বেতারের প্রযোজক নিযুক্ত হন এবং ১৯৫৫ সাল পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। পরে পেশার পরিবর্তন করে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ,  ঢাকা কলেজ এবং ফরিদপুরের  রাজেন্দ্র কলেজএ অধ্যাপনা করেন। শেষের দিকে তিনি  বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাটক ও চলচ্চিত্র বিভাগের পরিচালক (১৯৭৬-৮৫) ছিলেন।

মুজিবুর রহমানের প্রথম অভিনীত ও পরিচালিত নাটক নিজাম ডাকাত। তাঁর অন্যান্য অভিনীত নাটক হাতেম তাঈ, সিন্ধু গৌরব (১৯৪২) ও পাকিস্তান (১৯৪৬)। দেশভাগের পর ঢাকায় এসে তিনি ‘পলাশী থিয়েটার’ নামক একটি  নাট্যগোষ্ঠী গঠন করেন এবং কামাল পাশা (১৯৪৭) ও টিপু সুলতান (১৯৪৭) নাটকের পরিচালনা ও অভিনয়ে অংশগ্রহণ করেন। ১৯৪৮ সালে নাট্যশিল্পী হিসেবে তিনি ঢাকা বেতারের সঙ্গে যুক্ত হন। তাঁর রচিত নাটক ঈশা খাঁ ও বীরাঙ্গনা সখিনা বেতার-টিভিতে প্রচারিত হয়। ১৯৫১ সালে গঠিত পেশাদার নাট্যগোষ্ঠী ‘রূপশ্রী’র সঙ্গে সংশ্লিষ্ট থেকে তিনি অনেকগুলি নাটক প্রযোজনা ও তাতে অভিনয় করেন। করাচিতে অবস্থানকালে তিনি পরিচালনা করেন মানচিত্র, এলবাম, সিরাজদ্দৌলা, মাটির ঘর প্রভৃতি নাটক। শিল্পকলা একাডেমী আয়োজিত একাধিক নাট্যোৎসবে তিনি নেতৃত্ব দেন। তাঁর অভিনীত প্রামাণ্যচিত্রের মধ্যে নবারুণ (১৯৫৯-৬০) ও আমি কার (১৯৫৮) উল্লেখযোগ্য।  [অনুপম হায়াৎ]