আলী, মুহাম্মদ হামিদ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আলী, মুহাম্মদ হামিদ  সরকারি কর্মকর্তা, পূর্ব পাকিস্তানের অস্থায়ী গভর্নর। তিনি ১৯০৬ সালের ৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের লক্ষ্ণৌ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৩১ সালের ১৩ অক্টোবর তিনি ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন। হামিদ আলী বিভিন্ন মহকুমা ও জেলায় বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন এবং পরে ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার ও ডেপুটি সেক্রেটারী হন। ১৯৪৬ সালের ২৮ জানুয়ারি তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্মসচিব করা হয় এবং ১৯৪৭ সালের ১৪ নভেম্বর তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। দেশ বিভাগের পর হামিদ আলী পূর্ববাংলা সরকারের অর্থ ও রাজস্ব বিভাগের সচিব হন (১৫ আগস্ট ১৯৪৭)। পরে তিনি সরকারের চীফ সেক্রেটারী পদে উন্নীত হন।

হামিদ আলী ১৯৫৮ সালের ১ এপ্রিল পূর্ব পাকিস্তানের অস্থায়ী গভর্নর নিযু্ক্ত হন। তিনি ১৯৫৮ সালের ৩ মে পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। নতুন গভর্নর নিয়োগ করা হলে তিনি তাঁর পূর্বতন চীফ সেক্রেটারী পদে ফিরে যান। [আবু জাফর]