ঝিল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:১১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ঝিল (Jheel)  নদীর পরিত্যক্ত খাত। আঞ্চলিক ভাষায় একে ঝিল নামে অভিহিত করা হয়। সাধারণত ঝিলকে  অশ্বক্ষুরাকৃতি হ্রদ হিসেবে নির্দেশ করা যায়। এটি দুই উপায়ে সৃষ্টি হতে পারে: (১) যখন কোনো নদী তার গতিপথ পরিবর্তন করে পুরাতন গতিপথ পরিত্যাগ করে এবং পরবর্তীতে ধীরে ধীরে পলিসঞ্চিত হয়ে পুরাতন গতিপথের মুখ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এইভাবে কালক্রমে এটি মূলনদী হতে সম্পূর্ণরূপে বিছিন্ন হয়ে একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়। (২) নদী যখন বাঁকা পথ পরিবর্তন করে সরল পথে প্রবাহিত হওয়ার প্রবণতা প্রদর্শন করে সেক্ষেত্রে কাছাকাছি বাঁক দুটোর সরুপথ দুটি ক্ষয়কার্যের দরুন সংযুক্ত হয়ে যায় এবং নদী পুরাতন পথ পরিত্যাগ করে নতুন সরল পথে প্রবাহিত হয়। নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয় ও সঞ্চয়ক্রিয়ার ফলে অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। ঝিলগুলো বেশির ভাগ দেখা যায় দেশের দক্ষিণ-পশ্চিম গাঙ্গেয় বদ্বীপ এলাকায়। এগুলো বর্ষা মৌসুমে গভীরভাবে প্লাবিত হয় এবং সমৃদ্ধ মৎস্য আহরণ ক্ষেত্রে পরিণত হয়। শুষ্ক মৌসুমে ঝিলগুলো  কৃষি ও গবাদি পশুর চারণক্ষেত্র হিসেবে ব্যবহূত হয়। সাধারণত উচ্চভূমি বরাবর এলাকা পর্যন্ত সম্পূর্ণভাবে জনবসতি দেখা যায় যা সাময়িকভাবে  বন্যা প্রভাবমুক্ত। অব্যবহূত উচ্চভূমির নিকটবর্তী ধীরগতিসম্পন্ন প্লাবন এলাকা কৃষি কাজের জন্য ব্যবহূত হয়। প্রায় শুষ্ক ভূমির কিছু অংশ বোরো চাষের জন্য ব্যবহূত হয়।  [মোহা. শামসুল আলম]

আরও দেখুন বিল