ঢাকা নিউজ, দি

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৫২, ২৪ ডিসেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ঢাকা নিউজ, দি ঢাকা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। ১৮৫৬ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি প্রতি শনিবার প্রকাশিত হতো। এর প্রতিসংখ্যার মূল্য ছিল দুআনা এবং বার্ষিক চাঁদার হার আড়াই টাকা। পত্রিকার অধিকাংশ খবরের বিষয় ছিল নীলচাষ ও  নীলকর; এছাড়া চিঠিপত্র ও আঞ্চলিক কিছু খবরও থাকত।

শুরুতে পত্রিকাটি ছিল ১ পৃষ্ঠা, পরে বৃদ্ধি পেয়ে প্রথমে ৪ পৃষ্ঠা এবং আরও পরে ৮ পৃষ্ঠা হয়। এর সঙ্গে সাপ্লিমেন্ট বের হতো, যার মুখ্য বিষয় ছিল চলতি বাজারদর। ঢাকা প্রেস থেকে পত্রিকাটি ছাপা হতো। ১৮৫৮ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর পত্রিকা প্রকাশের ব্যবস্থাপনা পরিবর্তিত হয় এবং ১৮৬৯ সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

ঢাকা নিউজ-এর সম্পাদক ছিলেন আলেকজান্ডার ফর্বেস। পরে তিনি এ পত্রিকা ছেড়ে কলকাতার হরকরা পত্রিকার সম্পাদক হন। ঢাকা নিউজ টিকে ছিল প্রায় তের বছর। পত্রিকাটি বরাবর নীলকরদের সমর্থন করত এবং তাদের স্বার্থ রক্ষা করে চলত। এর শিরোনামে এক সময় ‘প্লান্টার্স জার্নাল’ কথাটিও ব্যবহূত হতো।  [মুনতাসীর মামুন]