সমাজ সম্মিলনী সভা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

সমাজ সম্মিলনী সভা  ঢাকার প্রথম মুসলিম সংগঠন। ঢাকা মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ওবায়দুল্লাহ আল ওবায়দী সোহরাওয়ার্দী ১৮৭৯ সালে এটি প্রতিষ্ঠিত করেন। তিনি  সৈয়দ আমীর আলী প্রতিষ্ঠিত ন্যাশনাল মহামেডান অ্যাসোসিয়েশনের (১৮৭৮) সদস্য ছিলেন এবং তাঁরই অনুপ্রেরণায় এটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার নবাব খাজা আহসানুল্লাহ সভার সাহায্যার্থে ৩০০ টাকা দান করেন।

‘পূর্ববঙ্গ ও বঙ্গভূমি’ গৃহে সমাজ সম্মিলনী সভার অধিবেশন বসত। ১৮৮০ সালের ২৫ আগস্ট অনুষ্ঠিত একটি অধিবেশনে একজন হিন্দু পন্ডিত ও একজন মুসলমান পন্ডিত ‘জাতির সাধারণ সম্মিলনের প্রয়োজনীয়তা’ বিষয়ে বক্তৃতা করেন। জাতীয় উন্নতি ও হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি সাধন এ সভার লক্ষ্য ছিল। স্বল্পায়ু হলেও প্রথম মুসলিম সংগঠন হিসেবে এর ঐতিহাসিক গুরুত্ব ছিল।  [ওয়াকিল আহমদ]