আহমদ, শেখ রেয়াজউদ্দীন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:৪৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আহমদ, শেখ রেয়াজউদ্দীন (১৮৮২-১৯৭২)  সাহিত্যিক, সমাজসেবক। ১৮৮২ সালে রংপুর জেলার কালীগঞ্জের দলগ্রামে তাঁর জন্ম। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। কাকিনার মাওলানা আবদুল লতিফের নিকট তিনি প্রথমে আরবি ও ফারসি ভাষা শেখেন। কাকিনার মহিমারঞ্জন মাইনর স্কুল থেকে প্রাথমিক ও এমই পরীক্ষা দিয়ে তিনি বৃত্তি লাভ করেন। পরে রংপুর জেলা স্কুলে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে তিনি কলকাতার হেয়ার স্কুল থেকে ১৯০৩ সালে এন্ট্রান্স পরীক্ষা দেন, কিন্তু অসুস্থতার কারণে পরীক্ষা শেষ করতে পারেননি। ফলে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার এখানেই সমাপ্তি ঘটে এবং তাঁকে কর্মজীবনে প্রবেশ করতে হয়।

১৯১০ সালে রেয়াজউদ্দীন তুষভান্ডার এম ই স্কুলে সেকেন্ড মাস্টার হিসেবে যোগদান করেন। আট বছর পরে এ চাকরি ছেড়ে তিনি ম্যারেজ রেজিস্ট্রারের চাকরি নেন এবং একই সঙ্গে সমাজসেবায় আত্মনিয়োগ করেন। তিনি এক নাগাড়ে বারো বছর ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান এবং ছয় বছর লোকাল বোর্ডের সদস্য ছিলেন। সমাজের উন্নয়নের জন্য তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।

রেয়াজউদ্দীন আরব জাতির ইতিহাস নামক গ্রন্থ লিখে জনপ্রিয়তা অর্জন করেন। এটি মূলত হিস্ট্রি অব সারাসিনস-এর বাংলা অনুবাদ। গ্রন্থটি ১৯১০-১৫ সালের মধ্যে তিন খন্ডে প্রকাশিত হয়।   বাংলা একাডেমী ১৯৬৪ সালে গ্রন্থটির অখন্ড সংস্করণ প্রকাশ করে। রেয়াজউদ্দীন লাঠিখেলায় পারদর্শী ছিলেন। ১৯৭২ সালের ২৫ জুন তাঁর মৃত্যু হয়।  [বদিউজ্জামান]