মকতব

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মকতব  ইসলাম ধর্মের মৌল বিষয়াবলি শিক্ষা দানের জন্য প্রাথমিক স্তরের বিদ্যালয়। মকতব পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। এখানে উচ্চ শিক্ষা দেওয়া হয়। মুসলিম শাসনামলে বাংলায় মকতব ও মাদ্রাসা উভয় প্রকার শিক্ষা প্রতিষ্ঠান চালু ছিল। এগুলি সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হতো। ইসলামী ধর্মশাস্ত্রে বিজ্ঞ আলেমগণ মকতব ও মাদ্রাসার শিক্ষাদান করতেন। সুলতানী ও মুগল আমলে শাসকগণ মকতব ও মাদ্রাসা পরিচালনায় উদার পৃষ্ঠপোষকতা দান করতেন এবং এসব প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য লাখারাজ ভূমি বন্দোবস্ত দিতেন। এই ভূমি বন্দোবস্তকে বলা হতো মদত-ই-মাশ।  [আবদুল করিম]