বানার নদী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বানার নদী  মধুপুর ও ফুলবাড়িয়া এলাকার উত্তরভাগে মধুপুর গড়ের উঁচু এলাকা থেকে কয়েকটি স্রোতধারা সৃষ্টি হয়ে এবং ত্রিশালের দক্ষিণ-পূর্বে মিলিত হয়ে প্রধান স্রোতধারাটি বানার নদী নামে পরিচিতি লাভ করেছে। এটি মধুপুর গড়ের প্রধান নদী। দক্ষিণ দিকে কিছুদূর অগ্রসর হওয়ার পর বানার দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা পূর্বদিকে প্রবাহিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র এবং অন্য শাখাটি দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে শীতলক্ষ্যা নদীতে পড়েছে। পুরাতন ব্রহ্মপুত্রের শাখাটি কিছুদূর প্রবাহিত হওয়ার পর পুনরায় শীতলক্ষ্যা নদীতে পতিত হওয়ার ফলে বানার প্রকৃতপক্ষে শীতলক্ষ্যার উপনদীতে পরিণত হয়েছে।   [মাসুদ হাসান চৌধুরী]