ফিদাই খান

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ফিদাই খান (১৬২৭-১৬২৮)  বাংলার সুবাহদার। তাঁর প্রকৃত নাম মির্জা হেদায়েতুল্লাহ। সম্রাট জাহাঙ্গীর ১৬১৭ খ্রিস্টাব্দে তাঁকে ফিদাই খান উপাধি দেন। তিনি মহববত খানের পৃষ্ঠপোষকতায় প্রাধান্য লাভ করেন এবং মুগলদের অধীনে ‘মীর বহর-ই-নওয়ারাহ’ বা নৌবাহিনী প্রধানের পদে অধিষ্ঠিত হন। পূর্ববর্তী সুবাহদার মুকাররম খানের মৃত্যুর পর ১৬২৭ খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবাহদার নিযুক্ত হন। নিযুক্তির সময় তাঁকে নির্দেশ দেয়া হয়, তিনি যেন সম্রাট জাহাঙ্গীর এর জন্য বছরে পাঁচ লক্ষ টাকা এবং নূরজাহানের জন্য সমপরিমাণ অর্থ রাজস্ব হিসেবে বাংলা থেকে প্রেরণ করেন। ইতিপূর্বে বাংলা থেকে সম্রাটকে বার্ষিক রাজস্ব পাঠানোর কোন প্রমাণ পাওয়া যায় না। এ সময় থেকেই বাংলার পরবর্তী সুবাহদারদের ব্যক্তিগত নজরানা বার্ষিক রাজস্ব হিসেবে এই অংকে নির্ধারিত হয়। ফিদাই খানের সুবাদারী আমল বেশিদিন স্থায়ী হয়নি। তাঁর শাসনকাল প্রায় এক বছর। ১৬২৭ খ্রিস্টাব্দের নভেম্বরে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পরে ১৭২৮ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নতুন সম্রাট শাহজাহান ফিদাই খানকে বাংলা থেকে বদলি করে কাসিম খান জুয়ুনিকে তাঁর স্থলাভিষিক্ত করেন।  [আবু তাহের]