দ্বিজ বংশীদাস

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৪৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

দ্বিজ বংশীদাস (১৬শ-১৭শ শতক)  মধ্যযুগের বাংলা  মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। তিনি কিশোরগঞ্জের পাতুয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা যাদবানন্দ ছিলেন একজন গায়েন এবং কন্যা  চন্দ্রাবতী ছিলেন কবি। চন্দ্রাবতী  রামায়ণ রচনা করেন। বংশীদাস  সংস্কৃতপুরাণ, আগম ও তন্ত্রাদি শাস্ত্রে পন্ডিত ছিলেন। সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন। হেঁয়ালির ভাষায় প্রদত্ত বংশীদাসের কাব্যের রচনাকাল ১৪৯৭ শকাব্দ (১৫৭৫/৭৬ খ্রি)। কাব্যে ‘মঘ-ফিরিঙ্গি’, ‘বন্দুক-পলিতা’ প্রভৃতি শব্দের ব্যবহার দেখে অনেকে মনে করেন, কবি সতেরো শতকে আবির্ভূত হন। তবে এগুলি গায়েন কর্তৃক প্রক্ষিপ্তও হতে পারে। দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলে পুরাণ,  তন্ত্র ও আগমের বহু দৃষ্টান্ত আছে। তিনি মনসামঙ্গল ছাড়াও সংস্কৃতে কৃষ্ণগুণার্ণব ও বাংলায় রামগীতা, চন্ডী প্রভৃতি গ্রন্থ রচনা করেন।  [খন্দকার মুজাম্মিল হক]