রহমান, আজিজুর

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

রহমান, আজিজুর (১৯১৭-১৯৭৮)  গীতিকার, কবি। ১৯১৭ সালের ১৮ জানুয়ারি  কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামে এক জমিদার পরিবারে তাঁর জন্ম। কৈশোরে পিতৃবিয়োগ হওয়ার কারণে আজিজুর রহমানের উচ্চশিক্ষা ব্যাহত হয়। ফলে তিনি সাংস্কৃতিক জীবনে প্রবেশ করেন।

বিদ্যালয়ে অধ্যয়নকালেই আজিজুর রহমান গান রচনা শুরু করেন। তিনি একই সঙ্গে সাহিত্যচর্চা ও নাট্যাভিনয়ের সঙ্গেও জড়িত হন এবং নাটকের জন্য অনেক গান রচনা করেন। এক সময় তিনি একটি যাত্রাদল গঠন করে  যাত্রা ও নাটকে নিয়মিত অভিনয় করতেন।

১৯৩৮ সালে আজিজুর রহমান সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন এবং  সওগাতমোহাম্মদী, আজাদ, নবশক্তি, আনন্দবাজার,  ভারতবর্ষ, বুলবুল,  শনিবারের চিঠি প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখতেন। ১৯৫৪ সালে নিজস্ব শিল্পী হিসেবে তিনি ঢাকা বেতারে যোগদান করেন। এ সময় বেতার-শিল্পীদের জন্য তিনি অনেক গান লেখেন। বিশেষত দেশাত্মবোধক ও ইসলামী গান রচনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন। তাঁর রচিত ‘পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে’ গানে বাংলাদেশের শস্যশ্যামল প্রকৃতি অত্যন্ত সার্থকভাবে ফুটে উঠেছে। তাঁর রচিত গানে পল্লিগায়ক আববাসউদ্দীন আহমদও কণ্ঠ দিয়েছেন। আজিজুর রহমান রচিত ও আববাসউদ্দীনের গাওয়া ‘কারো মনে দিও না ব্যথা’  গান অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে।

আজিজুর রহমান দু হাজারেরও বেশি গান রচনা করেছেন। তিনি ১৯৬০ সালে আলাপনী শীর্ষক একটি কিশোর মাসিক পত্রিকা এবং দৈনিক পয়গামের সাহিত্য বিভাগের সম্পাদনার দায়িত্ব পালন করেন। শিশুদের উপযোগী তাঁর কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো: ডাইনোসরের রাজ্য (১৯৬২), জীবজন্তুর কথা (১৯৬২), ছুটির দিনে (১৯৬৩), এ মাটি এ দেশ (১৯৭০) ইত্যাদি। গানে ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে (১৯৭৯) ভূষিত করে। ১৯৭৮ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়।  [মোবারক হোসেন খান]