লেখিকা সংঘ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

লেখিকা সংঘ  বাংলাদেশের লেখিকাবৃন্দকে সাহিত্যচর্চায় উৎসাহপ্রদানকারী একটি প্রতিষ্ঠান। ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে ঢাকায় এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্যাগণ হলেন কবি বেগম  সুফিয়া কামাল, বেগম  খোদেজা খাতুন, বেগম শামস রশিদ, সৈয়দা লুৎফুন্নিসা এবং বেগম মাজেদা খাতুন। বেগম খোদেজা খাতুন ছিলেন প্রতিষ্ঠাতা সভানেত্রী। ১৯৮৫ সাল থেকে প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক’ নামে একটি সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকীর দিন নারী-পুরুষ নির্বিশেষে দুজন খ্যাতনামা লেখককে এই পুরস্কার প্রদান করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং কুষ্টিয়াতেও লেখিকা সংঘ-এর কার্যপরিধি বর্ধিত করা হয়েছে। বর্তমানে প্রায় ৩০০জন লেখিকা এর সদস্য। লেখিকা সংঘ থেকে প্রকাশিত গ্রন্থ ও জার্নালগুলি: সঞ্চয়ন (৭ খন্ড), কালের পাতা, বোবা কান্না, জাগ্রত শতাব্দী, হূদয়ে কৃষ্ণচূড়া, প্রিয় পংক্তিমালা, বৃষ্টি ভেজা মুখ এবং শত পুষ্প (৩ খন্ড)।  [নয়ন রহমান]