বেঙ্গল টাইমস, দি

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৩১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বেঙ্গল টাইমস, দি ঢাকা থেকে প্রকাশিত অর্ধ-সাপ্তাহিক ইংরেজি পত্রিকা। ১৮৭১ সালে এটি প্রথম প্রকাশিত হয়। তৎকালীন পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী এ পত্রিকাটি আকার, প্রকার ও সংবাদ পরিবেশনায় অন্যান্য পত্রিকা থেকে আধুনিক ছিল।

বেঙ্গল টাইমস ছাপা হতো চার কলামে। এর মালিক ও সম্পাদক ছিলেন ই.সি কেম্প (EC Kemp)। প্রতি বুধবার ও শনিবার এটি নিয়মিত প্রকাশিত হতো। বিষয়বস্ত্তর মধ্যে ছিল বিভিন্ন পত্রিকা থেকে সংকলন, লন্ডন ও ফ্রান্সের চিঠি, কিছু প্রবন্ধ এবং ঢাকা ও অন্যান্য অঞ্চলের সংক্ষিপ্ত খবর; মাঝে মাঝে কবিতাও মুদ্রিত হতো। পত্রিকাটি ভারতীয়দের প্রতি কটূক্তি করত। বঙ্গভঙ্গের পর এর নাম পরিবর্তন করা হয়।  [মুনতাসীর মামুন]