চৌধুরী, ফজলুল হালিম

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:১৭, ৫ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
ফজলুল হালিম চৌধুরী

চৌধুরী, ফজলুল হালিম (১৯৩০-১৯৯৬)  শিক্ষাবিদ ও বিজ্ঞানী। উন্নয়নশীল দেশসমূহের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি নীতি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুমিল্লা জেলার কুঞ্জাশ্রীপুর গ্রামে ১ আগস্ট ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে এম.এসসি এবং লন্ডনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি (১৯৫৩-১৯৫৫) অর্জন এবং পিএইচ.ডি-তে ‘১৮৫১ এক্সিবিশন স্কলারশীপ’ (1851 Exhibition Scholarship) সম্মানে সম্মানিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক (১৯৫২-১৯৫৮); রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার (১৯৫৮-১৯৬৩), অধ্যাপক (১৯৬৩-১৯৬৭), ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৬৭-১৯৭৪) এবং বিজ্ঞান অনুষদের ডীন (১৯৭২) - এই ছিল তাঁর মূল কর্মজীবন। তিনি ১৯৭৬ থেকে ১৯৮৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ইলেক্ট্রো রসায়ন, সেলুলোজ রসায়ন এবং পলিইলেক্ট্রোলাইটস-এর ভৌত রসায়ন ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। দেশিয় এবং আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রায় ৩০ টির মতো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রফেসর চৌধুরী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নুফিল্ড ফাউন্ডেশনের ফেলো (১৯৬০-১৯৬২); একই বিশ্ববিদ্যালয়ের কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলো (১৯৭২-১৯৭৩); এশিয়া ফাউন্ডেশন এবং আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দা অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স-এর সিনিয়র ফেলো (১৯৮৪) ছিলেন। তিনি  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনএর স্থায়ী সদস্য (১৯৭৪-১৯৭৬); বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দা অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স-এর প্রেসিডেন্ট (১৯৮২); বাংলাদেশ রসায়ন সমিতি-র প্রেসিডেন্ট (১৯৮৪); মহাবিদ্যালয় সংস্কার কমিটির সভাপতি (১৯৭৫) এবং শিক্ষাব্যবস্থা সংস্কার-এর উপদেষ্টা পরিষদের সদস্য (১৯৮৩) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দেশের এই কৃতি শিক্ষাবিদ ও বিজ্ঞানী ৯ এপ্রিল ১৯৯৬ তারিখে মৃত্যুবরণ করেন।  [মোঃ মাহবুব মোর্শেদ]