শিলছড়ি নদী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শিলছড়ি নদী  কর্ণফুলি নদীর একটি উপনদী। কাপ্তাই-চন্দ্রঘোনা সড়ক বরাবর এই নদী কাপ্তাই থেকে ১০ কিমি পশ্চিমে। সীতাপাহাড় উত্তলভঙ্গের উত্তরাঞ্চল থেকে উদ্ভূত এই উপনদী ভূবন স্তরসমষ্টির শিলা দ্বারা গঠিত। নদীটির দৈর্ঘ্য মাত্র ১.৩ কিমি। শিলছড়ি বাজারের নিকট এটি কর্ণফুলিতে পতিত হয়েছে এবং এর মোহনায় ক্ষুদ্রাকৃতির একটি বদ্বীপ গঠিত হয়েছে। নদীটির মধ্যভাগের তলদেশে পার্শ্বিক ভাঙন ও অবক্ষেপ সংঘটিত হয়েছে। মধ্যভাগের তলদেশের মৃদু ঢাল ও বিসর্পিলতা এর পরিপক্ক পর্যায়ের প্রমাণ। শিলছড়ি বাজার থেকে প্রায় ২৯০ মিটার উজানে বেশকিছু অনুক্রমিক প্রাকৃতিক জলপ্রপাত রয়েছে। এগুলোকে নদীপ্রপাত (rapids) বলা হয়। সবচেয়ে উলে­খযোগ্য নদীপ্রপাতটি প্রায় ৩৩৫ মিটার উজানে অবস্থিত। এসব নদীপ্রপাত নরম কর্দমশিলার তলদেশ দ্বারা অধিশায়িত তুলনামূলকভাবে শক্ত বেলেপাথরের তলদেশ দ্বারা সৃষ্ট। শিলছড়ি নদীর উজানে অবস্থিত সবচেয়ে চিত্তাকর্ষক জলপ্রপাতটির জলধারা ১৫.২৪ মিটার উঁচু থেকে সরাসরি উল­ম্বভাবে সবেগে আছড়ে পড়ছে।  [সিফাতুল কাদের চৌধুরী]