ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি ব্যাংকিং ব্যবসা পরিচালনার জন্য ২২ সেপ্টেম্বর ১৯৯৯ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। ব্যাংকটি প্রতিটি ১০০ টাকা মূল্যমানের ১০ মিলিয়ন সাধারণ শেয়ারে বিভক্ত ১,০০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ২৫ অক্টোবর ১৯৯৯ তারিখে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং ব্যবসা আরম্ভ করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ২৩০০ মিলিয়ন টাকার মধ্যে পরিচালক ও উদোক্তাগণ ৫০% পরিশোধ করে। অবশিষ্ট ১১৫০ মিলিয়ন টাকা শেয়ার ইস্যু করার মাধ্যমে সাধারণ শেয়ার-ক্রেতাদের নিকট থেকে সংগ্রহ করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড উল্লেখযোগ্যসংখ্যক নতুন সঞ্চয় স্কিম চালু করেছে। এসব সঞ্চয় স্কিমের মধ্যে মাসিক সঞ্চয় স্কিম, মাসিক আমানত স্কিম এবং দ্বিগুণ আমানত স্কিম উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। ব্যাংকটি গৃহনির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন, ব্যবসাবাণিজ্য, কৃষি ও পল্লী খাত, সিকিউরড ওভারড্রাফট, কর্মচারী খাত এবং অভ্যন্তরীণ বিল ক্রয় ও বাট্টা খাতে বিনিয়োগ করে। এছাড়া অন্যান্য খাত যেমন সরকারের ইসলামি বিনিয়োগ বন্ড, ট্রেজারি বিলপ্রাইজ বন্ড খাতেও বিনিয়োগ করে।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)
বিবরণ ২০০৪ ২০০৫ ২০০৬ ২০০৭ ২০০৮ ২০০৯
অনুমোদিত মূলধন ১০০০ ১৫০০ ১৫০০ ৩৬০০ ৪৬০০ ৪৬০০
পরিশোধিত মূলধন ৩২০ ৬০০ ৯০০ ১০০০ ২৩০০ ২৩০০
রিজার্ভ ফান্ড ২১১ ২২১ ১০৪ ১৩৪ ২৩৯ ৫৬৯
মোট আমানত ১১২৩২ ১৪০১২ ১৭৫৯২ ২৩৫০৪ ২৫৮৫৫ ৪২৪২৩
ক) তলবি আমানত ৯০৬ ৭৬৩ ৮৪৮ ১৪৩৯ ১৪২৩ ২৫৬৯
খ) মেয়াদি আমানত ১০৩২৬ ১৩২৪৯ ১৬৭৪৪ ২২০৬৫ ২৪৪৩২ ৩৯৮৫৪
ঋণ ও অগ্রিম ৮৫০০ ১০৭২২ ১৩৬৪৬ ১৮৬১৬ ২৫০৯৫ ৩৮৭২৬
বিনিয়োগ ১২৭২ ১৬৬২ ২০৬৩ ২৪৯৮ ১৩৩৩ ১৯৩১
মোট পরিসম্পদ ১৬১৬৯ ২০২৬০ ২০৪৪৯ ২৬৯৪২ ৩১,২৩৯ ৪৭৯৭৯
মোট আয় ১৮১৫ ২০১৯ ১৯২১ ২৫৪৫ ৫৮৫৮ ৮২৮২
মোট ব্যয় ১৪৩১ ১৮৯৪ ১৭১৮ ২৪১৬ ৫৬৬৮ ৭৫১৬
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ১১০৯৮ ৯৫২৩ ১০১৬২ ১৮৩২২ ১৪২৩৮ ২০২০৯
ক) রপ্তানি ৩৬৫১ ২৮৫৬ ২৯৬১ ৩৬৪৮ ৪১৪৫ ৩৫৪৯
খ) আমদানি ৭৪১৪ ৬৬০৫ ৭১৫৩ ১৪৩৪৪ ৯২৮৭ ১৬১০২
গ) রেমিট্যান্স ৩৩ ৬২ ৪৮ ৩৩০ ৮০৬ ৫৫৮
মোট জনশক্তি (সংখ্যায়) ৪৬৭ ৪২৩ ৪১৫ ৫১৪ ৬২৩ ৯৯৫
ক) কর্মকর্তা ৩৩৭ ৩১৩ ৩১৮ ৪০৮ ৪৮৩ ৭৭৫
খ) কর্মচারী ১৩০ ১১০ ৯৭ ১০৬ ১৪০ ২২০
বিদেশী প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ২৫৩ ২৬০ ২৬২ ২৪৫ ২৩৫ ২৪০
শাখা (সংখ্যায়) ১২ ১২ ১৫ ২০ ২৯ ৫২
ক) বাংলাদেশে ১২ ১২ ১৫ ২০ ২৯ ৫২
খ) বিদেশে - - - - - -
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ৯৩ ১৬৮ ১০৮ ১৬০ ১৬৪ ২২৪
খ) আদায় ১০ ১০ ১৪
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ৭১১  ৪৭৪   ৩৮৮ ৪৪০ ১২৮৬ ২০৯৪
খ) আদায় ৭২ ৩০২   ১৬ ২০ ২৬ ৭২
খাতভিত্তিক  ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ৯৩ ১৬৮ ১০৮ ১৬০ ১৬৪ ২২৪
খ) শিল্প ৭১১ ৪৭৪ ৩৮৮ ৮৯০ ৯৮৯ ১৪৫২
গ) ব্যবসাবাণিজ্য ১৭৫৬ ৪০৭৩ ৩৩৫২ ৫৬০০ ৬৯৪০ ২২৪৬৯
ঘ) দারিদ্র বিমোচন ৪০০ ৪২০ ৪১৫ ৫৯৪ ৬৩০ ৬৭০

উৎস  অর্থবিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী, ২০০৪-০৫ থেকে ২০০৮-০৯।

২০০৯ সালের ১ জানুয়ারি ব্যাংকটি সনাতন ব্যাংকিং ব্যবস্থা থেকে শরীয়াভিত্তিক ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বৈদেশিক বাণিজ্যের লেনদেনসমূহ দ্রুত সম্পাদন ও নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংকটি ৫০টি বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স সংগ্রহের জন্য কানাডাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এক্সচেঞ্জ হাউজ খোলা হয়েছে এবং ইটালিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এক্সচেঞ্জ হাউজ খোলার প্রক্রিয়া চূড়ান্ত রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটির প্রধান নির্বাহী। ১৯ সদস্যবিশিষ্ট একটি পরিচালক পর্ষদ ব্যাংকটির সার্বিক তত্ত্বাবধান এবং নীতি নির্ধারণ করার দায়িত্ব পালন করে। বর্তমানে (২০১০) ব্যাংকটির শাখার সংখ্যা ৫৩ এবং এসব শাখায় মোট ৬২৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। [মোহাম্মদ আবদুল মজিদ]