পুরঃখাত

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

পুরঃখাত (Foredeep)  পলি পূর্ণ অপ্রশস্ত, গভীর, লম্বাটে ও খাড়া খাদ, যেমন- ইন্দো-গ্যাঞ্জেটিক সমভূমিতে অবস্থিত হিমালয়ান পুরঃখাত। বঙ্গীয় ভূতাত্ত্বিক অধোঃভাঁজের (Bengal Geosyncline) ভূ-গাঠনিক মৌলিক উপাদানসমূহের মধ্যে বঙ্গীয় পুরঃখাত একটি নিদর্শন। এটি পশ্চিম ও উত্তরে বঙ্গ-আসাম সোপান/সমতলভূমি এবং পূর্বে ভাঁজ পর্বত বলয় মাঝে অবস্থিত। বঙ্গীয় পুরঃখাতে অনেকগুলো খাদ/অববাহিকা আছে। শিলাগাঠনিক ক্ষেত্রে যেহেতু ‘খাদ’ শব্দটির ব্যবহার নেই, সিলেট অববহিকা, ফরিদপুর অববাহিকা ও হাতিয়া অববহিকার ক্ষেত্রে ‘অববাহিকা’ শব্দটি ব্যবহূত হয়েছে। এসব অববাহিকা চ্যুতিপ্রবণ। কৌণিক বাহু ‘পূর্বাঞ্চলীয় ঘাত’ (Eastern Thrust) মুখী উত্তর-দক্ষিণ বিস্তৃত হাতিয়া ও সিলেট অববাহিকার পূর্বপ্রান্ত নির্ণয় করে। পূর্ব-পশ্চিমমুখী ডাউকি চ্যুতি সিলেট অববাহিকার উত্তর প্রান্ত নির্দেশ করে। কব্জা এলাকার (Hinge Zone) উত্তরপূর্ব- দক্ষিণপশ্চিম বিস্তৃতি ফরিদপুর অববাহিকার পশ্চিম প্রান্ত নির্ণয় করে। উচ্চ মাধ্যাকর্ষীয় বরিশাল-চাঁদপুর এলাকামুখী উত্তরপূর্ব-দক্ষিণপশ্চিম বিস্তৃতি ভূত্বক ও ম্যানটেলের পারষ্পরিক ক্রিয়ার এলাকা নির্দেশ করে এবং পশ্চিমের ফরিদপুর অববাহিকাকে পূর্বের হাতিয়া অববাহিকা থেকে আলাদা করে। মধুপুর অঞ্চলের সঙ্গে সম্পর্কিত আর একটি উচ্চ মাধ্যাকর্ষীয় এলাকা উত্তরের সিলেট অববাহিকাকে দক্ষিণের ফরিদপুর অববাহিকা থেকে আলাদা করে।

বঙ্গীয় পুরঃখাত একটি ভূ-গাঠনিক ও পলি প্রধান এলাকা, যেখানে টারবিডাইট পরিবেশের পলি এবং সামুদ্রিক ও বায়বীয়-প্রায় পরিবেশের পলির সঞ্চয়ন ঘটেছে।  [আফতাব আলম খান]