ন্যাশনাল ব্যাংক লিমিটেড

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৩০, ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)  বাংলাদেশের প্রথম প্রজন্মের ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৮৩ সালের ২৩ মার্চ যাত্রা শুরু করে। আমানত সংগ্রহ, ঋণ প্রদান, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, রেমিট্যান্স সার্ভিসসহ ব্যাংকটি সর্বপ্রকার বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত। ব্যাংকটি দেশে ও বিদেশে ব্যবহারযোগ্য ক্রেডিট ও মাস্টার কার্ড চালু করে ব্যাংকিং সেবায় নতুন মাত্রা সংযোজন করেছে। এছাড়া জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমানত বীমা স্কিম (Deposit Insurance Scheme) এবং মাসিক সঞ্চয় প্রকল্প (Monthly Deposit Project) চালু করেছে। এর বাইরে ব্যাংকটি গ্রাহকদের প্রজেক্ট ফিন্যান্স, অফসোর ব্যাংকিং, মার্চেন্ট ব্যাংকিংসহ অন্যান্য কো-অপারেটিভ ব্যাংকিং সুবিধাও দিয়ে থাকে। সম্প্রতি এনবিএল হোম লোন, লিজ ফিন্যান্সিং এবং ব্রোকারেজ হাউজও চালু করেছে। বর্তমানে এই ব্যাংকের ১৪৫টি শাখা রয়েছে। এর মধ্যে ১৫টি এসএমই শাখা। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ৪০৭টি করেসপনডেন্ট এবং ৩৬টি এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে ব্যাংকের ড্রইং অ্যারেঞ্জমেন্ট রয়েছে।

মৌল তথ্য ও পরিসংখ্যান
বিবরণ ২০০৪ ২০০৫ ২০০৬ ২০০৭ ২০০৮ ২০০৯
অনুমোদিত মূলধন ১০০০ ১০০০ ২৪৫০ ২৪৫০ ২৪৫০ ৭৪৫০
পরিশোধিত মূলধন ৫১৬ ৬২০ ৮০৫ ১২০৮ ১৮৭৩ ২৮৪৭
রিজার্ভ ১৫৮০ ২১৩৪ ২৪৬৯ ৩৩৬০ ৪২৫৩ ৬০৭০
আমানত ২৯৪৮৬ ৩৩৩৩৫ ৪০৩৫১ ৪৭৯৬১ ৬০১৮৮ ৭৬৮৩৮
(ক) তলবি আমানত ৬৬৫৬ ৭৭৮৫ ৭৮১৯ ২১০৩০ ২৩২৭০ ১৩৭৪০
(খ) মেয়াদি আমানত ২২৮৩০ ২৫৫৫০ ৩২৫৩২ ২৬৯৩১ ৩৬৯১৮ ৬৩০৯৮
ঋণ ও অগ্রিম ২২৯৭২ ২৭০২০ ৩২৭০৯ ৩৬৪৭৬ ৫০৬৬৫ ৬৫১২৯
বিনিয়োগ ৪৮৮৬ ৩৯১৫ ৫৭৩০ ৭৭৬০ ১০১৫৭ ১২৩১৫
মোট পরিসম্পদ ৪৯৪৮২ ৫৫৩৯৭ ৬৬৫৩৪ ৫৬৫২৮ ৭২২১৩ ৯২০৮৫
মোট আয় ৩৭৩৯ ৪২০১ ৫৭২৯ ৭১৮৩ ৮৮৯৩ ১০৯৮২
মোট ব্যয় ২৬৭২ ৩৩৫১ ৪৫৮২ ৪৯৬৮ ৫৭৬৯ ৭৬০৪
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৪৮১৬৮ ৬৬৬১০ ৯১৭৮৯ ১২২১৪৩ ১৫৪৩৮৮ ১৬০৩২১
(ক) রপ্তানি ১৭১০৫ ২১৩৪৪ ২৮০১৯ ৩১৮২৪ ৩৬২৮৪ ৩৮৩৯৯
(খ) আমদানি ২২০২৮ ৩১৬৪৮ ৪২৪৫৯ ৬২৭৬৯ ৭৮২২৬ ৭৭৫৪০
(গ) রেমিট্যান্স ৯০৩৫ ১৩৬১৮ ২১৩১১ ২৭৫৬০ ৩৯৮৭৮ ৪৪৩৮২
মোট জনশক্তি (সংখ্যায়) ২১৩৩ ২১৮৩ ২২৭০ ২৪৩২ ২৭৩৭ ২৯৬০
(ক) কর্মকর্তা ১৫৫০ ১৫৯৬ ১৭০৮ ১৮৩০ ২০৭৯ ২২১৩
(খ) কর্মচারী ৫৮৩ ৫৮৭ ৫৬২ ৬০২ ৬৫৮ ৭৪৭
বিদেশি প্রতিষঙ্গী ব্যাংক (সংখ্যায়) ৪১০ ৩৯১ ৪০০ ৪০৫ ৪০৫ ৪১৫
শাখা (সংখ্যায়) ৭৬ ৭৬ ৯১ ১০১ ১০৬ ১৩১
(ক) দেশে ৭৬ ৭৬ ৯১ ১০১ ১০৬ ১৩১
(খ) বিদেশে - - - - - -
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ৭৩ ৫৯ ৫৪ ২৫০ ৫৫৯ ৬১১
খ) আদায় ১২ ৩০ ২১ ১০৪ ২৩৮ ১৭৭
শিল্প খাতে
ক) ঋণ বিতরণ ৩৬১৩ ৩০৮৯ ৫৩০২ ৭৫৬৬ ৭০৫৯ ১৩৫৫৫
খ) আদায় ১১২২ ১২১১ ১১৬৮ ৬০০৮ ৩১৯৮ ১১৯৩২
খাতভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ৮০ ১২১ ১৬০ ৩৬৮ ৬৫৬ ৮৩৩
খ) শিল্প ২৭০১ ২৯০৩ ৬৫১৮ ৬৪৯০ ১২৬৪২ ৯৮৪৮
গ) ব্যবসাবাণিজ্য ১৩১০৫ ১০৫৩২ ১৩৫৭৭ ১৭০২৮ ২৩১০৭ ৩২৪১৫
ঘ) দারিদ্র্য বিমোচন - - - - - -

উৎস  অর্থবিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী, ২০০৪-০৫ থেকে ২০০৯-১০।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ১০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪৪ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিল। ২০০৮ সালের ডিসেম্বর মাসে তাদের অনুমোদিত মূলধন ২৪৫০ মিলিয়ন টাকা, পরিশোধিত মূলধন ১৮৭৩ মিলিয়ন টাকা এবং সংরক্ষিত তহবিল ৪২৫৩ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। তিন ধরণের শেয়ার হোল্ডারগণ ব্যাংকটির পরিশোধিত মূলধনের যোগান দেয়। গ্রুপ এ-ভুক্ত শেয়ার হোল্ডারগণ হচ্ছেন বাংলাদেশি উদ্যোক্তা এবং তারা শেয়ার মূলধনের ৫০%-এর মালিক। বাংলাদেশ সরকার ও সরকারি মালিকানাধীন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে ব্যাংকটির শেয়ার মূলধনের ৫% এবং তারা গ্রুপ বি-ভুক্ত শেয়ার হোল্ডার। এ দু’ধরণের বাইরের জনগণের মধ্য থেকে ব্যাংকটির শেয়ারের ৪৫% ধারণ করছে সি-গ্রুপ ভুক্ত সাধারণ শেয়ার হোল্ডারগণ। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তিনি ব্যাংকটির দৈনন্দিন ব্যবসায়িক ও অন্যান্য কার্যাবলি পরিচালনার তত্ত্বাবধান করেন। ব্যাংকটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ হচ্ছে ১৬ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ। ব্যবস্থাপনা পরিচালক এ পর্ষদের সদস্য সচিব। [মোহাম্মদ আবদুল মজিদ]