কালিন্দী-যমুনা নদী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৩৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

কালিন্দী-যমুনা নদী (Kalindi-Jamuna River)  সাতক্ষীরা জেলার পশ্চিম সীমান্ত বরাবর ইছামতী নদী দক্ষিণে মোটামুটিভাবে আন্তর্জাতিক সীমারেখা ধরে কালিন্দী নামে প্রবাহিত হয়ে আরও দক্ষিণে সুন্দরবন এলাকায় রায়মঙ্গল নাম ধারণ করে বঙ্গোপসাগর-এ পতিত হয়েছে। রায়মঙ্গল যেখান থেকে আন্তর্জাতিক সীমারেখা ত্যাগ করেছে সেখান থেকে একটি শাখা হাড়িয়াভাঙ্গা নামে আন্তর্জাতিক সীমারেখা বরাবর প্রবাহিত হয়ে সাগরে পড়েছে। কালিন্দীর একটি শাখা যমুনা নামে প্রবাহিত হয়ে হাড়িয়াভাঙ্গার পূর্বে রায়মঙ্গল নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পড়েছে।  [সুলতানা নাসরিন বেবী]

মানচিত্রের জন্য দেখুন গঙ্গা-পদ্মা নদীপ্রণালী