আলাউদ্দীন জানী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:২৩, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আলাউদ্দীন জানী (১২৩০-১২৩২)  দিল্লির সুলতান ইলতুৎমিশ এর শাসনামলে ১২৩০ খ্রিস্টাব্দে বাংলার শাসনকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি তুর্কিস্তানের শাহাজাদা (যুবরাজ) ছিলেন। উপর্যুপরি মোঙ্গল আক্রমন মোকাবিলা করতে না পেরে তিনি ভারতে পালিয়ে আসেন এবং দিল্লিতে ইলতুৎমিশের অধীনে চাকুরি গ্রহণ করেন। তিনি রাজোচিত গুণাবলির অধিকারী এবং স্বীয় উচ্চ বংশমর্যাদা সম্পর্কেও সজাগ ছিলেন। তিনি ইলতুৎমিশের প্রতি বিশ্বস্ত ছিলেন। আলাউদ্দীন জানী দেশের বিদ্রোহ দমন ও প্রশাসনের দিকে মনোযোগী ছিলেন। তিনি এক বছর ও কয়েক মাস বাংলা শাসন করেন।  [এ.বি.এম শামসুদ্দীন আহমদ]