সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:১১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়  সুনামগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জেলার প্রাচীনতম ও ঐহিত্যবাহী বিদ্যাপীঠ। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৎকালীন প্রশাসনের সহায়তায় ১৮৮৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ওই বৎসর মহারানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহনের ৫০ বৎসর পূর্তি উপলক্ষে ‘গোল্ডেন জুবিলী’ উদযাপিত হওয়ার কারণে স্কুলটির নামকরণে জুবিলী শব্দটি অন্তর্ভুক্ত হয়। স্কুলটির সরকারিকরণ হয় ১৯২৮ সালে। একটি সমৃদ্ধ পৃথক লাইব্রেরি ভবনসহ ৫টি ভবন, দুটি হোস্টেল ও একটি পুকুর নিয়ে বিদ্যালয়টি ৬.৪৫ একর ভূমির উপর প্রতিষ্ঠিত। ছাত্র সংখ্যা সহস্রাধিক এবং ৫০ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। বিদ্যালয়ের সম্মুখভাগে অবস্থিত ব্রিটিশ আমলের তৈরি ঐতিহ্যবাহী সুরম্য আধাপাকা টিনশেড ভবনটি এখনও বিদ্যমান রয়েছে এবং তার সম্মুখেই রয়েছে বাস্কেটবল ও লন টেনিস কোর্ট। ফুটবল ও ক্রিকেট খেলার বৃহৎ মাঠটি ভবনগুলোর পূর্বপাশে সুরমা নদীর তীর পর্যন্ত বিস্তৃত। [এম.কে.আই কাইয়ুম চৌধুরী]