ব্যান্সডক

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ব্যান্সডক (বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য নথিকরণ কেন্দ্র)  পাকিস্তান কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (পিসিএসআইআর) অঙ্গসংস্থা পাকিস্তান ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (প্যান্সডক) শাখা অফিস হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন বিষয়ক প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণের উদ্দেশ্যে ১৯৬২ সাল থেকে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য নথিকরণ কেন্দ্র (ব্যান্সডক) ঢাকায় কার্যক্রম শুরু করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে প্যান্সডক-এর ঢাকা অফিস ব্যান্সডক নামে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)-এর অঙ্গসংস্থা হিসেবে কাজ শুরু করে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় নিয়োজিত দেশের সর্বস্তরের গবেষকদের চাহিদা অনুযায়ী দেশীয় ও আন্তর্জাতিক সূত্র থেকে তথ্যাবলি সংগ্রহ ও যোগান দেওয়া। ১৯৮৭ সালে ব্যান্সডককে দেশের কেন্দ্রীয় ডকুমেন্টেশন সেন্টার হিসেবে উন্নীত করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়।

ব্যান্সডক স্বীয় লক্ষ্য অর্জনে যেসব কার্যক্রম পরিচালনা করে আসছে সেগুলি হচ্ছে ভৌতবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও শিল্পপ্রযুক্তিসহ বিজ্ঞান ও প্রযুক্তির অন্যান্য সকল ক্ষেত্রে সম্পাদিত গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত সকল তথ্য ও উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ; এ সকল ক্ষেত্রে কর্মরত গবেষকদেরকে তাদের চাহিদা অনুযায়ী স্ব স্ব বিষয়ের উপর তথ্য সরবরাহ এবং সর্বস্তরের গবেষক, নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট অন্যান্য সকলকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তথ্য সরবরাহ করার মাধ্যমে সহায়তাদান।

ব্যান্সডক যেসব বিভিন্ন সার্ভিস প্রদান করে সেগুলি হচ্ছে; ১. ডকুমেন্ট প্রকিউরমেন্ট সার্ভিস বিজ্ঞানী ও গবেষকদের অনুরোধে তাদের চাহিদা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তিগত জার্নালে প্রকাশিত তথ্যমূলক প্রবন্ধের রিপ্রিন্ট দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করে সরবরাহ; ২. বিবলিওগ্রাফি/লিটারেচার সার্চ সার্ভিস বিজ্ঞানী গ্রাহকদের চাহিদানুযায়ী প্রবন্ধের শিরোনাম, লেখকের ঠিকানা, সারসংক্ষেপ, সূচনা ইত্যাদি তথ্য তাৎক্ষণিকভাবে সিডি সার্চ করে সরবরাহ; ৩. রিপ্রোগ্রাফি সার্ভিস বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য ফটোপ্রিন্টস, প্রজেকশন স্লাইড ইত্যাদির মাধ্যমে সরবরাহ; এবং ৪. ডেস্কটপ প্রকাশনা ও মুদ্রণ  অভ্যন্তরীণ ডেস্কটপ প্রকাশনা ও মুদ্রণ সুবিধা প্রচলনের মাধ্যমে প্রকাশনাদির গতি ত্বরান্বিত করা এবং বিভিন্ন প্রকারের লিফলেট, ব্রোশিউর, সনদপত্র, প্রশিক্ষণ তালিকা, প্রচারসামগ্রী নকশায়ন। এছাড়াও ব্যান্সডক গ্রন্থাগারে বিজ্ঞান ও প্রযুক্তি শাখার মোট ১৬,২১৫টি পাঠ্য ও রেফারেন্স বই, দেশি-বিদেশি ৩০০টি শিরোনামেরও বেশি জার্নাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সিডি-রম ডাটাবেজ, যেমন বায়োলজিক্যাল অ্যাবসট্রাক্টস (১৯৯৭-২০০০) এবং ফিজিক্স অ্যাবসট্রাক্টস (১৯৯৮-২০০০) সংগৃহীত আছে। ১৯৯৯ সালে ব্যান্সডকে সাইবার সেন্টার/ইন্টারনেট বেইজড সার্চেস সেন্টার স্থাপন করা হয়।

ব্যান্সডক-এর উল্লেখযোগ্য প্রকশনাসমূহের মধ্যে আছে Bangladesh Science and Technology Abstracts, Directory of Scientists and Technologists of Bangladesh, Directory of Bangladesh R&D Organizations and their Current Scientific and Technological Research Projects, National Catalogue of Scientific and Technological Periodicals in Bangladesh, Science and Technology Related Activities in Bangladesh, Scientific & Technological Research Institutions of Bangladesh, Ges Survey of Research and Development (R&D) Activities in Bangladesh। [এম আব্দুস সোবহান]