চাটখিল উপজেলা
চাটখিল উপজেলা (নোয়াখালী জেলা) আয়তন: ১৩৩.৮৯ বর্গ কিমি। অবস্থান: ২২°৫৮´ থেকে ২৩°০৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৩´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে রামগঞ্জ, শাহরাস্তি ও মনোহরগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর সদর ও বেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে রামগঞ্জ ও লক্ষীপুর উপজেলা।
জনসংখ্যা ২১৫৩৯১; পুরুষ ১০৪০৫১, মহিলা ১১১৩৪০। মুসলিম ২০৮২৯৩, হিন্দু ৭০৬৯ এবং অন্যান্য ২৯।
জলাশয় ফ্রিদার খাল উল্লেখযোগ্য।
প্রশাসন চাটখিল থানা গঠিত হয় ১৯৭৭ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
| উপজেলা | ||||||||
| পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
|---|---|---|---|---|---|---|---|---|
| শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
| ১ | ৯ | ১১৬ | ১২৯ | ২৭০৫৯ | ১৮৮৩৩২ | ১৬০৯ | ৬৬.৯২ | ৬৫.৬৩ |
| পৌরসভা | |||||
| আয়তন (বর্গ কিমি) | ওয়ার্ড | মহল্লা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
| ১৩.৯২ | ৯ | ১৬ | ২৭০৫৯ | ১৯৪৪ | ৬৬.৯২ |
| ইউনিয়ন | ||||
| ইউনিয়নের নাম ও জিও কোড | আয়তন (একর) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
| পুরুষ | মহিলা | |||
| খিলপাড়া ২৮ | ৩৭৮২ | ১১৪৪১ | ১২৬৪১ | ৫৯.৩২ |
| নয়াখোলা ৪৭ | ৩৭৯৬ | ১১৭৯৩ | ১২৯৮২ | ৭২.১২ |
| পরকোট ৬৬ | ৩৪৮১ | ১১০০০ | ১১৩০৯ | ৬৮.১০ |
| পাঁচগাঁও ৫৭ | ২৫০৬ | ৫০৪৯ | ৫৩৮৫ | ৬৭.০১ |
| বাদলকুট ১৭ | ৪৬৬৪ | ১১৬১১ | ১২৬৭৭ | ৬৭.৬৯ |
| মোহাম্মদপুর ৩৮ | ৫৫৬৬ | ১৫৩৯৬ | ১৬৮১৮ | ৬৩.৭০ |
| রামনারায়ণপুর ৭৬ | ৩০০০ | ৯৭৮৩ | ১১০১৩ | ৬১.২৫ |
| শাহাপুর ৮৫ | ৩২৫০ | ৮৮৩৩ | ৯২১০ | ৬৭.৭২ |
| হাটপুকুরিয়া ঘাটলাবাগ ১৯ | ৩০৪০ | ৫৪৯৪ | ৫৮৯৭ | ৬৩.৬৫ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ধর্মীয় প্রতিষ্ঠান চাটখিল বাজার মসজিদ উল্লেখযোগ্য।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬৫.৮০%; পুরুষ ৬৫.১৭%, মহিলা ৬৬.৩৬%। কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ২৭, প্রাথমিক বিদ্যালয় ১০৪, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ৮, কিন্ডার গার্টেন ৪০, মাদ্রাসা ১৯। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: চাটখিল পি.জি.(পাঁচ গাঁও) সরকারি উচ্চ বিদ্যালয় (১৯০৭), খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯১৪)।
পত্র-পত্রিকা ও সাময়িকি দৈনিক: চাটখিল বার্তা ও সাপ্তাহিক: পূর্বশিখা।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৪, ক্লাব ১৩, সিনেমা হল ১, খেলার মাঠ ১২। ]

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৯.৬৯%, অকৃষি শ্রমিক ২.০০%, শিল্প ০.৯২%, ব্যবসা ১৪.৭০%, পরিবহণ ও যোগাযোগ ৪.৫৫%, চাকরি ১৬.২১%, নির্মাণ ২.০০%, ধর্মীয় সেবা ০.৪৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২১.২৯% এবং অন্যান্য ৮.১৬%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬১.৯৮%, ভূমিহীন ৩৮.০২%। শহরে ৫৭.৭২% এবং গ্রামে ৬২.৫৮% পরিবারের কৃষিজমি আছে।
প্রধান কৃষি ফসল ধান, ডাল, সুপারি, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, সরিষা, মিষ্টি আলু, আউশ ও আমন ধান।
প্রধান ফল-ফলাদিব আম, কাঁঠাল, কলা, পেঁপে, নারিকেল, পেয়ারা, খেজুর, সুপারি।
মৎস্য, গবাদিপশু, হাঁস-মুরগির খামার এ উপজেলায় নার্সারি, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার আছে।
যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৮৫.৮৩ কিমি, আধা-পাকারাস্তা ২১৩.১৭ কিমি, কাঁচারাস্তা ৩৭.৫ কিমি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা ধানকল, আটাকল, বরফকল, মরিচকল প্রভৃতি।
কুটিরশিল্প তাঁতশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ, পিতলের কাজ।
হাটবাজার ও মেলা হাটবাজার ২২। চাটখিল বাজার, পাঁচগাঁও বাজার, দশগড়িয়া বাজার, খিলপাড়া বাজার এবং চৈত্রসংক্রান্তির মেলা উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য ধান, নারিকেল, সুপারি, কলা।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৪৬.২৬% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
প্রাকৃতিক সম্পদ বাদলকুট ইউনিয়নের সপ্তগাঁও এলাকার প্রাকৃতিক গ্যাস।
পানীয়জলের উৎস নলকূপ ৮৮.৪১%, ট্যাপ ২.৯৫%, পুকুর ৩.০৭% এবং অন্যান্য ৫.৫৮%। উপজেলার অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।
স্যানিটেশন ব্যবস্থা উপজেলার ৭০.৭২% (গ্রামে ৬৮.৮৮% ও শহরে ৮০.৫৬%) পরিবার স্বাস্থ্যকর এবং ১৯.৬০% (গ্রামে ২১.১২% ও শহরে ৮.৭২%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১০.০৮% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৯, হাসপাতাল ৪।
প্রাকৃতিক দুর্যোগ ১৯৮৮, ১৯৯৮ ও ২০০৪ সালের বন্যা এবং ২০০২ সালের ঘূর্ণিঝড়ে উপজেলার গবাদিপশু ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এনজিও ব্র্যাক, আশা, কারিতাস, কেয়ার।
[তৌহিদ হোসেন চৌধুরী]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো. চাটখিল উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।
