ময়মনসিংহ মেডিকেল কলেজ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

ময়মনসিংহ মেডিকেল কলেজ  ময়মনসিংহ শহরের পূর্বপ্রন্তে ঢাকা ময়মনসিংহ রোডের পাশে চারপাড়া এলাকায় অবস্থিত ঢাকা বিশববিদ্যালয়ের অধিভুক্ত, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল ও ডেণ্টাল কাউন্সিল স্বীকৃত একটি সরকারী  চিকিৎসা মহাবিদ্যালয়। ১৯২৪ সনে  প্রতিষ্ঠিত লিটন মেডিকেল স্কুলের উন্নীতকরণের মাধ্যমে ১৯৬২ সনে  ময়মনসিংহ মেডিকেল কলেজ চালু  হয় এবং ১৯৭২ সনে  বর্তমানস্থলে স্থানান্তরিত হয়। যুক্তরাজ্যের জেনারেল মেডিকেল কাউন্সিল স্বীকৃত এই সরকারী  চিকিৎসা মহাবিদ্যালয়ে বর্তমানে এম্.বি.বি.এস্ এবং বিভিন্ন স্নাতকোত্তর কোর্স  রয়েছে। এছাড়াও রয়েছে একটি নার্সিং ইনস্টিটিউট। চিকিৎসা শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন  মিটাতে পাশেই রয়েছে  ৫০০ শয্যার হাসপাতাল। কলেজ  ও হাসপাতাল একে অন্যের পরিপূরক। কলেজের সর্বাঙ্গিন দায়িত্বে থাকেন একজন প্রিন্সিপাল আর হাসপাতালের সর্বাঙ্গিন দায়িত্বে থাকেন একজন পরিচালক। চিকিৎসকরূপে জনগনের চিকিৎসা দেয়ার অধিকার অর্জন করতে সবাইকে  স্নাতক ডিক্রি  প্রাপ্তির পর কোন স্বীকৃত হাসপাতালের বিভিন্ন বিভাগে এক বৎসর মেয়াদী বাস্তব  অভিজ্ঞতা অর্জন  করে  বাংলাদেশ  মেডিকেল  কাউন্সিল  হতে  লাইসেন্সপ্রাপ্ত  হতে হয়।