বরিশাল সিটি করপোরেশন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

বরিশাল সিটি করপোরেশন  আয়তন: ২৪.৯১ বর্গ কিমি। অবস্থান: ২২ন৩৮ভ থেকে ২২ন৪৫ভ উত্তর অক্ষাংশ এবং ৯০ন১৮ভ থেকে ৯০ন২৩ভ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা, দক্ষিণে বন্দর থানা এবং নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে কাউনিয়া ও বন্দর থানা, পশ্চিমে এয়ারপোর্ট ও কোতোয়ালী থানা এবং নলছিটি উপজেলা।জনসংখ্যা ২২৪৩৮৯; পুরুষ ১২৩৪০২, মহিলা ১০০৯৮৭।জলাশয় প্রধান নদী:  কীর্তনখোলা।

প্রশাসন পৌরসভা গঠিত হয় ১৮৭০ সালে এবং বরিশাল সিটি করপোরেশন ঘোষণা করা হয় ২৫ জুলাই ২০০২ সালে।

সিটি করপোরেশন

সিটি করপোরেশন #থানা #ওয়ার্ড #মহল্লা

১ #৩ #৩০ #১২৫

সিটি কর্পোরেশন থানা #আয়তন (বর্গ কিমি) #ওয়ার্ড #মহল্লা #জনসংখ্যা #ঘনত্ব (প্রতি বর্গ কিমি) #শিক্ষার হার (%)

এয়ারপোর্ট #৩.২৭ #৪ #৭৫ #২৫৪৫৯ #১১২১৫ #৭৭.২৭

কাউনিয়া #৪.৫৩ #৬ #১৪ #৪০০৩৬ #১১৩৪১ #৬৮.১৩

কোতোয়ালী মডেল #১৭.১১ #২০ #৩৬ #১২৭৩১৫ #৯০২৩ #৭৭.৮২

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ , বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

এক নজরে বরিশাল সিটি করপোরেশন

টাউন কমিটি গঠন #১৮৬৯

টাউন কমিটির প্রথম সভাপতি #জে. সি. প্রাইজ (জেলা প্রশাসক)

মিউনিসিপ্যাল গঠিত হয় #১৮৭৬

মিউনিসিপ্যালের প্রথম সভাপতি #প্যারী লাল রায়

সিটি করপোরেশনে উন্নীত করা হয় #২৫ জুলাই ২০০২

প্রথম মেয়র (ভারপ্রাপ্ত) #আহসান হাবীব কামাল

বর্তমান মেয়র #শওকত হোসেন হিরণ

ঘরবাড়ি (হোল্ডিং) #৪০৬৩৬

জনসংখ্যা #৫৪৭৬০৫

ওয়ার্ড সংখ্যা #৩০

ওয়ার্ড কমিশনার #৩০

সংরক্ষিত আসন (মহিলা) #১০

পুলিশ স্টেশন #২

সুপার মার্কেট #৪

পার্ক #২

কমিউনিটি সেন্টার #৪

জিমনেসিয়াম #১

কবর স্থান ও শ্মশান #৪

বাস টার্মিনাল #১

ট্রাফিক সিগন্যাল #৮

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন

[তপন পালিত]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; বরিশাল সিটি করপোরেশনের থানাসমূহের মাঠ পর্যায়ের রিপোর্ট ও সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।