বাগানের ফুল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
 
৪২ নং লাইন: ৪২ নং লাইন:
'''''গুল্ম'''''  এগুলি গোড়া থেকে শাখায়িত, সাধারণত চিরসবুজ ও বহুবর্ষজীবী, ছোট-বড় সবধরণের বাগানেই লাগানো হয়। বাগান সজ্জার এই প্রধান উপকরণগুলির মধ্যে আছে: শিবঝুল/শিবজটা (''Acalypha hispida'', Cat’s tail), ঘণ্টাফুল (''Allamanda nerifolia''), ঝিন্টি কুরুবক (''Barleria cristata'' Philipine violet), স্বর্ণঝিন্টি (''B. prionitis''), কাঞ্চন (''Bauhinia acuminata'', Orchid tree), রাধাচূড়া (''Caesalpina pulcherrima'', Peacock flower), হাসনাহেনা (''Cestrum nocturnum'', Queen of the night), ধুতরা (''Datura fastuosa'', Thorn apple), লালপাতা (''Euphorbia pulcherrima'', Poinsettia, Christmas flower), পাতাবাহার (''Codiaeum variegatum'', croton), গন্ধরাজ (''Gardenia jasminoides'', Cape Jasmine), জবা (''Hibiscus rosa-sinensis'', Chinarose), স্থলপদ্ম (''H. mutabilis'', Changable rose), লাল রঙ্গন (''Ixora coccinea''), হলুদ রঙ্গন (''I. lutea''), গোলাপী রঙ্গন (''I. rosea''), সিঙ্গাপুরী রঙ্গন (''I. singapurensis''), কুন্দ (''Jasminum pubescens''), বেলী (''J. sambae'',  Arabian jasmine), ফুরুস (''Lagerstroemia indica'', Crape myrtle), গুয়েগাঁদা (''Lantana camara''), লঙ্কা জবা (''Malvaviscus arboreus''), সন্ধ্যামালতী/সন্ধ্যামণি (''Mirabilis jalapa'', Marvel of peru), কামিনী (''Murrya exotica'', Chinese box), নাগবল্লী (''Mussaenda frondosa'', ''M. erythrophylla'', ''M. lutela''), রক্তকরবী (''Nerium oleander'', Oleander), গোলাপ (Rosa spp.), টগর (''Tabernaemontana coroneria'', Cape jasmine), নয়নতারা (''Vinca rosea'', Periwinkle).
'''''গুল্ম'''''  এগুলি গোড়া থেকে শাখায়িত, সাধারণত চিরসবুজ ও বহুবর্ষজীবী, ছোট-বড় সবধরণের বাগানেই লাগানো হয়। বাগান সজ্জার এই প্রধান উপকরণগুলির মধ্যে আছে: শিবঝুল/শিবজটা (''Acalypha hispida'', Cat’s tail), ঘণ্টাফুল (''Allamanda nerifolia''), ঝিন্টি কুরুবক (''Barleria cristata'' Philipine violet), স্বর্ণঝিন্টি (''B. prionitis''), কাঞ্চন (''Bauhinia acuminata'', Orchid tree), রাধাচূড়া (''Caesalpina pulcherrima'', Peacock flower), হাসনাহেনা (''Cestrum nocturnum'', Queen of the night), ধুতরা (''Datura fastuosa'', Thorn apple), লালপাতা (''Euphorbia pulcherrima'', Poinsettia, Christmas flower), পাতাবাহার (''Codiaeum variegatum'', croton), গন্ধরাজ (''Gardenia jasminoides'', Cape Jasmine), জবা (''Hibiscus rosa-sinensis'', Chinarose), স্থলপদ্ম (''H. mutabilis'', Changable rose), লাল রঙ্গন (''Ixora coccinea''), হলুদ রঙ্গন (''I. lutea''), গোলাপী রঙ্গন (''I. rosea''), সিঙ্গাপুরী রঙ্গন (''I. singapurensis''), কুন্দ (''Jasminum pubescens''), বেলী (''J. sambae'',  Arabian jasmine), ফুরুস (''Lagerstroemia indica'', Crape myrtle), গুয়েগাঁদা (''Lantana camara''), লঙ্কা জবা (''Malvaviscus arboreus''), সন্ধ্যামালতী/সন্ধ্যামণি (''Mirabilis jalapa'', Marvel of peru), কামিনী (''Murrya exotica'', Chinese box), নাগবল্লী (''Mussaenda frondosa'', ''M. erythrophylla'', ''M. lutela''), রক্তকরবী (''Nerium oleander'', Oleander), গোলাপ (Rosa spp.), টগর (''Tabernaemontana coroneria'', Cape jasmine), নয়নতারা (''Vinca rosea'', Periwinkle).


অপেক্ষাকৃত দুষ্প্রাপ্য গুল্মের মধ্যে রয়েছে: লাল ঘণ্টাফুল (''Allamanda violocea''), ছোট ঘণ্টাফুল (''A, shottie''), ব্রুনফেলসিয়া (''Brunfelsia calycina'', Yesterday-today-tomorrow), কেলিস্টেমন (''Callistemon brevipes'', ''C. haematocephata''), রাজঘন্টা (''Datura suaveoleus'', Angel’s trumpet), ডম্বিয়া (''Dombya mastersii''), ঝুমকা জবা (''Hibiscus schizopetalous'', Coral hibiscus), নীল জবা (''H. syriacus'', Rose of sharon), স্বর্ণচামেলী (''Jasminum humile'', Yellow jasmine), জেট্রফা (''Jatropha panduraefolia''), জহুরি চাঁপা (''Magnolia pumila''), দাঁতরাঙ্গা/লুটকি (''Melastoma malabathricum'', Indian rhododendron), অঞ্জন (''Memecylon umbellata'', Red iron wood), নীল চিতা (''Plumbago auriculata'', Cape leadwort), রন্ডেলেসিয়া '('Rondeletia odorata''), রাসেলিয়া (''Russelia juncea'', Coral plant), সোনাপাতি (''Tecoma gaudichandi'', ''T. stans'', Yellow bell), নীল ঘণ্টা (''Thunbergia erecta'')।
অপেক্ষাকৃত দুষ্প্রাপ্য গুল্মের মধ্যে রয়েছে: লাল ঘণ্টাফুল (''Allamanda violocea''), ছোট ঘণ্টাফুল (''A, shottie''), ব্রুনফেলসিয়া (''Brunfelsia calycina'', Yesterday-today-tomorrow), কেলিস্টেমন (''Callistemon brevipes'', ''C. haematocephata''), রাজঘন্টা (''Datura suaveoleus'', Angel’s trumpet), ডম্বিয়া (''Dombya mastersii''), ঝুমকা জবা (''Hibiscus schizopetalous'', Coral hibiscus), নীল জবা (''H. syriacus'', Rose of sharon), স্বর্ণচামেলী (''Jasminum humile'', Yellow jasmine), জেট্রফা (''Jatropha panduraefolia''), জহুরি চাঁপা (''Magnolia pumila''), দাঁতরাঙ্গা/লুটকি (''Melastoma malabathricum'', Indian rhododendron), অঞ্জন (''Memecylon umbellata'', Red iron wood), নীল চিতা (''Plumbago auriculata'', Cape leadwort), রন্ডেলেসিয়া (''Rondeletia odorata''), রাসেলিয়া (''Russelia juncea'', Coral plant), সোনাপাতি (''Tecoma gaudichandi'', ''T. stans'', Yellow bell), নীল ঘণ্টা (''Thunbergia erecta'')।


'''''লতা'''''  এগুলির অধিকাংশই বহুবর্ষজীবী, কান্ড দুর্বল বিধায় নিজেই কিংবা অাঁকশি, কাঁটা ইত্যাদি উপাঙ্গের সাহায্যে আশ্রয় জড়িয়ে উপরে ওঠে। এগুলি মাটিতে তেমন জায়গা দখল করে না বলে ছোট বাগানেও বেশি সংখ্যায় লাগানো যায়। দালান, ফটক, বেড়া ইত্যাদিতে লতা বহুল ব্যবহূত। এগুলির অনেক প্রজাতি রঙিন ফুল ও অন্যগুলি সুগন্ধি প্রস্ফুটনের জন্য আকর্ষণীয়। লতানো গোলাপ ও বাগানবিলাসের এজন্য বিশেষ সমাদর। বাগানের সাধারণ লতার মধ্যে আছে: মালতী লতা (''Aganosma dichotoma''), হলুদ ঘণ্টাফুল/হরকাকরা ''(Allamanda cathartica''), অনন্তলতা (''Antigonon leptopus''), কাঁঠালী চাঁপা (''Artabotrys odoratissimus'', ''Climbing ylangylang''), বাগানবিলাস (''Bougainvillea glabra'', ''B. peruviana'', ''B. spectabitis''), ট্রাম্পেট ক্লাইম্বার (''Campsis grandiflora'', Trumpet climber), ব্লিডিং হার্ট (''Clerodendrum thomsonae'', Bleeding heart), অপরাজিতা (''Clitoria ternatea'', Mussel-shell climber), উলটচন্ডাল (''Gloriosa superba'', Glory lily), ভাদ্রা (''Gmelina hystrix''), মাধবীলতা (''Hiptage benghalensis'', চন্দ্রমুখী, দুধিয়া লতা (''Ipomea abla'', Moon flower), রেললতা (''I. palmata'', Railway creeper), মর্নিংগ্লোরি (''I. Indica'', Morning glory), জুঁই (''Jasminum auriculatum''), চামেলী ''J. grandifloram'', Spanish jasmine), যূথিকা (''J. offiinale'', White jasmine), হ্যানিস্যাকল (''Lonicera japonica'', Japanese honeysuckle), ঝুমকা লতা (''Passiflora caerulea'', Passion flower), নীলমণি লতা (''Petrea volubilis'', Purple wreath), লতা পারুল (''Psendocalyma alliaceum'', Garlic vine), গোল্ডেন শাওয়ার (''Pyrostegia venusta''), তারামণি লতা, কুঞ্জলতা (''Quamoclit pinnata'', Cypress vine), মধুমালতী/মধুমঞ্জরি লতা ''Quisqualis indica'', Rangoon creeper).
'''''লতা'''''  এগুলির অধিকাংশই বহুবর্ষজীবী, কান্ড দুর্বল বিধায় নিজেই কিংবা অাঁকশি, কাঁটা ইত্যাদি উপাঙ্গের সাহায্যে আশ্রয় জড়িয়ে উপরে ওঠে। এগুলি মাটিতে তেমন জায়গা দখল করে না বলে ছোট বাগানেও বেশি সংখ্যায় লাগানো যায়। দালান, ফটক, বেড়া ইত্যাদিতে লতা বহুল ব্যবহূত। এগুলির অনেক প্রজাতি রঙিন ফুল ও অন্যগুলি সুগন্ধি প্রস্ফুটনের জন্য আকর্ষণীয়। লতানো গোলাপ ও বাগানবিলাসের এজন্য বিশেষ সমাদর। বাগানের সাধারণ লতার মধ্যে আছে: মালতী লতা (''Aganosma dichotoma''), হলুদ ঘণ্টাফুল/হরকাকরা ''(Allamanda cathartica''), অনন্তলতা (''Antigonon leptopus''), কাঁঠালী চাঁপা (''Artabotrys odoratissimus'', ''Climbing ylangylang''), বাগানবিলাস (''Bougainvillea glabra'', ''B. peruviana'', ''B. spectabitis''), ট্রাম্পেট ক্লাইম্বার (''Campsis grandiflora'', Trumpet climber), ব্লিডিং হার্ট (''Clerodendrum thomsonae'', Bleeding heart), অপরাজিতা (''Clitoria ternatea'', Mussel-shell climber), উলটচন্ডাল (''Gloriosa superba'', Glory lily), ভাদ্রা (''Gmelina hystrix''), মাধবীলতা (''Hiptage benghalensis'', চন্দ্রমুখী, দুধিয়া লতা (''Ipomea abla'', Moon flower), রেললতা (''I. palmata'', Railway creeper), মর্নিংগ্লোরি (''I. Indica'', Morning glory), জুঁই (''Jasminum auriculatum''), চামেলী ''J. grandifloram'', Spanish jasmine), যূথিকা (''J. offiinale'', White jasmine), হ্যানিস্যাকল (''Lonicera japonica'', Japanese honeysuckle), ঝুমকা লতা (''Passiflora caerulea'', Passion flower), নীলমণি লতা (''Petrea volubilis'', Purple wreath), লতা পারুল (''Psendocalyma alliaceum'', Garlic vine), গোল্ডেন শাওয়ার (''Pyrostegia venusta''), তারামণি লতা, কুঞ্জলতা (''Quamoclit pinnata'', Cypress vine), মধুমালতী/মধুমঞ্জরি লতা ''Quisqualis indica'', Rangoon creeper).

০৭:২৫, ১৩ এপ্রিল ২০১৫ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

বাগানের ফুল  বাড়ির আঙিনা, ব্যক্তিগত বাগান ও সরকারি পার্কে লাগানো বৃক্ষ, গুল্ম, লতা ও মৌসুমি ঔষধি। অনুকূল ভূপ্রকৃতি ও জলবায়ুর সুবাদে বাংলাদেশ একটি উদ্ভিদসমৃদ্ধ অঞ্চল। অধিকন্তু হিমালয়, বর্মা-মালয় ও পূর্ব-ভারতের উদ্ভিদজগতের মিলনস্থল বিধায় এখানে প্রজাতির সংখ্যা ও বৈচিত্র্য অধিক। যুগ যুগ ধরে এমন সমৃদ্ধ প্রকৃতির মাঝখানে বসবাসরত বাংলার মানুষ স্বভাবতই উদ্ভিদঘনিষ্ঠ ও পুষ্পপ্রেমিক, আর সেই সাক্ষ্য আছে বাংলার প্রাচীন ও মধ্যযুগের কাব্য, লোকগাথা ও লোকগীতিতে, এমনকি তাম্রলিপিতেও। হিন্দু ও বৌদ্ধ যুগে পূজা-অর্চনার জন্য ফুলের যোগান দিতে নিশ্চিতই বাগান ছিল গৃহাঙ্গন ও মন্দিরে, ধ্যানার্থীর তপোবনে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য রাজন্য ও অভিজাতদের প্রাসাদে। এসব ফুলের সবই ছিল দেশজ ও বনজ। আজও আমাদের পাহাড় ও বনাঞ্চলে অনেক প্রজাতির ফুল আছে যেগুলি বাগানে লাগানো যায়। তবে মুগলরাই ভারতে প্রথম সংগঠিত ও নির্দিষ্ট নকশার উদ্যানরীতি প্রবর্তন করেন। তারাই এদেশে আনেন মধ্যপ্রাচ্যের গাছপালা (চিনার, গোলাপ, লিলি ইত্যাদি)। ঔপনেবিশক শাসনামলে পাশ্চাত্য প্রভাবাধীন হওয়ায় এদেশে মুগলশৈলীর উদ্যানের কোন বিবর্তন আর ঘটে নি। আজও ভারতীয় উদ্যান বলতে মুগল উদ্যানই বোঝায়।

এদেশের বাগানের গাছপালার সিংহভাগই বিদেশী। এগুলি এনেছেন রাজা-বাদশা, পরিব্রাজক, বণিক, উপনিবেশিক শাসক ও তাদের কর্মচারীরা। বাংলাদেশের বাগানের ফুলগুলির মধ্যে ভারত, মায়ানমার ও মালয় ছাড়া আছে চীন, জাপান, আফ্রিকা ও ক্রান্তীয় আমেরিকার বহু প্রজাতি। পরিচিতির সুবিধার্থে এগুলিকে বৃক্ষ, গুল্ম, লতা, কন্দীয়-মূলীয় ও মৌসুমি ঔষধিতে শ্রেণিবদ্ধ করা যায়।

বৃক্ষ  পুষ্পবৃক্ষ সাধারণত লাগানো হয় পার্ক, বড় বাগান, সরকারি প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের চত্বরে। সুশ্রী পাতা, রঙিন প্রস্ফুটন ও মধুর গন্ধের জন্য এগুলি আকর্ষণীয়। উল্লেখযোগ্য বৃক্ষ: শিরীষ (Albizia lebbek, Parrot tree), ছাতিম (Alstonia scholaris, Devit’s tree), কদম (Anthocphalus chinensis, Kadamba), দেবকাঞ্চন (Bauhinia purpurea, Mountain ebony), রক্তকাঞ্চন (B. variegata, Purple orchid tree), শিমুল (Bombax ceiba, Red silk-cotton tree), পলাশ (Butea monosperma, Flame of the forest), বটলব্রাস (Callistemon citrinus), সোনালু সোনাইল/কর্ণিকার (Cassia fistula, Indian laburnum), লাল সোনাইল (C. javanica), মিনজিরি (C. siamea, Kassod tree), নাগলিঙ্গম (Couroupita guianensis, Cannonball tree), বরুণ (Crataeva nurvala, Caper tree), কৃষ্ণচূড়া (Delonix regia, Peacock flower), গ্লিরিসিডিয়া (Gliricidia sepium, Madre D’caeae), কুরচি/কূটজ/গিরিমল্লিকা (Holarrhena antidysenterica, Easter flower), জারুল (Lagerstroemia speciosa, Pride of India, Queen of flowers), বিলাতী জারুল (L. thorellii), হিমচাঁপা/উদয়পদ্ম (Magnolia grandifloara, Laural magnolia), নাগেশ্বর (Mesua nagassarium, Ironwood tree), স্বর্ণচাপা (Michelia champaca, Golden champa), বকুল (Mimusops elengi, Indian medlar), শেফালী (Nyctanthes arbor-tristis, Coral jasmine), পেল্টোফরাম (Peltophorum pterocarpum, Rusty shield bearer), কাঠগোলাপ/গৌরচাঁপা/গোলকচাঁপা, গোলাচি (Plumeria spp., Frangipani), অশোক (Saraca asoca), কলকে (Thevetia peruviana, Yellow oleander)।

এগুলি ছাড়াও অনেক বাগানে দেখা যায় অপেক্ষাকৃত কিছু দুষ্প্রাপ্য প্রজাতি: Amherstia nobilis (Tree of Heaven), Brownea coccinea (Scarlet flame bean), পুন্নাগ/সুলতান চাঁপা (Calophyllum inophyllum, Aleksandrian laurel), স্কারলেট কর্ডিয়া (Cordia sebenstena, Scarlet cordia), গুস্তাভিয়া (Gustavia augusta, Stink wood), পলকজুঁই Ixora paviflora, Torch tree), জ্যাকারান্ডা (Jacaranda mimosifolia, Jacaranda), মিলেসিয়া (Milletia peguensis, Jewels on a string), আকাশনীম/হিমঝুরি (Millingtonia hortensis, Indian cork tree), কনকচাঁপা/রামধনচাঁপা (Ochna squarrosa, Ramdhan champa), রুদ্রপলাশ (Spathodea companulata, African tulip tree), পরশপিপুল (Thespesia populnea, Portia tree)।

গুল্ম  এগুলি গোড়া থেকে শাখায়িত, সাধারণত চিরসবুজ ও বহুবর্ষজীবী, ছোট-বড় সবধরণের বাগানেই লাগানো হয়। বাগান সজ্জার এই প্রধান উপকরণগুলির মধ্যে আছে: শিবঝুল/শিবজটা (Acalypha hispida, Cat’s tail), ঘণ্টাফুল (Allamanda nerifolia), ঝিন্টি কুরুবক (Barleria cristata Philipine violet), স্বর্ণঝিন্টি (B. prionitis), কাঞ্চন (Bauhinia acuminata, Orchid tree), রাধাচূড়া (Caesalpina pulcherrima, Peacock flower), হাসনাহেনা (Cestrum nocturnum, Queen of the night), ধুতরা (Datura fastuosa, Thorn apple), লালপাতা (Euphorbia pulcherrima, Poinsettia, Christmas flower), পাতাবাহার (Codiaeum variegatum, croton), গন্ধরাজ (Gardenia jasminoides, Cape Jasmine), জবা (Hibiscus rosa-sinensis, Chinarose), স্থলপদ্ম (H. mutabilis, Changable rose), লাল রঙ্গন (Ixora coccinea), হলুদ রঙ্গন (I. lutea), গোলাপী রঙ্গন (I. rosea), সিঙ্গাপুরী রঙ্গন (I. singapurensis), কুন্দ (Jasminum pubescens), বেলী (J. sambae,  Arabian jasmine), ফুরুস (Lagerstroemia indica, Crape myrtle), গুয়েগাঁদা (Lantana camara), লঙ্কা জবা (Malvaviscus arboreus), সন্ধ্যামালতী/সন্ধ্যামণি (Mirabilis jalapa, Marvel of peru), কামিনী (Murrya exotica, Chinese box), নাগবল্লী (Mussaenda frondosa, M. erythrophylla, M. lutela), রক্তকরবী (Nerium oleander, Oleander), গোলাপ (Rosa spp.), টগর (Tabernaemontana coroneria, Cape jasmine), নয়নতারা (Vinca rosea, Periwinkle).

অপেক্ষাকৃত দুষ্প্রাপ্য গুল্মের মধ্যে রয়েছে: লাল ঘণ্টাফুল (Allamanda violocea), ছোট ঘণ্টাফুল (A, shottie), ব্রুনফেলসিয়া (Brunfelsia calycina, Yesterday-today-tomorrow), কেলিস্টেমন (Callistemon brevipes, C. haematocephata), রাজঘন্টা (Datura suaveoleus, Angel’s trumpet), ডম্বিয়া (Dombya mastersii), ঝুমকা জবা (Hibiscus schizopetalous, Coral hibiscus), নীল জবা (H. syriacus, Rose of sharon), স্বর্ণচামেলী (Jasminum humile, Yellow jasmine), জেট্রফা (Jatropha panduraefolia), জহুরি চাঁপা (Magnolia pumila), দাঁতরাঙ্গা/লুটকি (Melastoma malabathricum, Indian rhododendron), অঞ্জন (Memecylon umbellata, Red iron wood), নীল চিতা (Plumbago auriculata, Cape leadwort), রন্ডেলেসিয়া (Rondeletia odorata), রাসেলিয়া (Russelia juncea, Coral plant), সোনাপাতি (Tecoma gaudichandi, T. stans, Yellow bell), নীল ঘণ্টা (Thunbergia erecta)।

লতা  এগুলির অধিকাংশই বহুবর্ষজীবী, কান্ড দুর্বল বিধায় নিজেই কিংবা অাঁকশি, কাঁটা ইত্যাদি উপাঙ্গের সাহায্যে আশ্রয় জড়িয়ে উপরে ওঠে। এগুলি মাটিতে তেমন জায়গা দখল করে না বলে ছোট বাগানেও বেশি সংখ্যায় লাগানো যায়। দালান, ফটক, বেড়া ইত্যাদিতে লতা বহুল ব্যবহূত। এগুলির অনেক প্রজাতি রঙিন ফুল ও অন্যগুলি সুগন্ধি প্রস্ফুটনের জন্য আকর্ষণীয়। লতানো গোলাপ ও বাগানবিলাসের এজন্য বিশেষ সমাদর। বাগানের সাধারণ লতার মধ্যে আছে: মালতী লতা (Aganosma dichotoma), হলুদ ঘণ্টাফুল/হরকাকরা (Allamanda cathartica), অনন্তলতা (Antigonon leptopus), কাঁঠালী চাঁপা (Artabotrys odoratissimus, Climbing ylangylang), বাগানবিলাস (Bougainvillea glabra, B. peruviana, B. spectabitis), ট্রাম্পেট ক্লাইম্বার (Campsis grandiflora, Trumpet climber), ব্লিডিং হার্ট (Clerodendrum thomsonae, Bleeding heart), অপরাজিতা (Clitoria ternatea, Mussel-shell climber), উলটচন্ডাল (Gloriosa superba, Glory lily), ভাদ্রা (Gmelina hystrix), মাধবীলতা (Hiptage benghalensis, চন্দ্রমুখী, দুধিয়া লতা (Ipomea abla, Moon flower), রেললতা (I. palmata, Railway creeper), মর্নিংগ্লোরি (I. Indica, Morning glory), জুঁই (Jasminum auriculatum), চামেলী J. grandifloram, Spanish jasmine), যূথিকা (J. offiinale, White jasmine), হ্যানিস্যাকল (Lonicera japonica, Japanese honeysuckle), ঝুমকা লতা (Passiflora caerulea, Passion flower), নীলমণি লতা (Petrea volubilis, Purple wreath), লতা পারুল (Psendocalyma alliaceum, Garlic vine), গোল্ডেন শাওয়ার (Pyrostegia venusta), তারামণি লতা, কুঞ্জলতা (Quamoclit pinnata, Cypress vine), মধুমালতী/মধুমঞ্জরি লতা Quisqualis indica, Rangoon creeper).

কন্দজ  এগুলি সাধারণত বহুবর্ষজীবী, সচরাচর শীতে মরে যায় ও বসন্ত-গ্রীষ্মে আবার গজায়। কোন কোনটির ফুল খুবই আকর্ষণীয়, কোনটি বা সুগন্ধি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য: বেলেডনা লিলি (Amaryllis belladona), লেপার্ড লিলি (Belamcanda chinensis, Leopard flower), কলাবতী/সর্বজয়া (Canna indica), সুখদর্শন (Crinum bulbispernum, Cape lily), ইউকারিস লিলি (Eucharis amazonica), গ্লাডিওলাস (Gladiolus spp.), ফায়ারবল লিলি (Haemanthus multiflorus, Fireball lily), দোলনচাঁপা (Hedyechium coronerium), স্পাইডার লিলি (Hymenocallis littoralis, Spider lily), ভুঁইচাঁপা (Kaempferia ratunda), রজনীগন্ধা (Polianthes tuberosa, Tuberose), ঘাসফুল (Zephyranthes spp., Zephyr lily).

মৌসুমি ফুল  এগুলি সাধারণত শীতের শুরুতেই চাষ করা হয়, কোন কোনটি বর্ষায়ও। শীতের বিবর্ণ প্রকৃতিতে নানা রং ছড়ায় বলে এগুলির বিশেষ সমাদর। অধিকাংশই বিদেশী। এগুলির মধ্যে আছে: অ্যাজিরাটাম (Ageratum maxicana, Floss flower), হলিহক (Althaea rosea, Hollyhock), অ্যান্টারিনাম (Antirrhinum majus, Snapdragon), ক্যালান্ডুলা (Calendula officinalis, Pot marigold), অ্যাস্টার (Callistephus chinensis, Aster), মোরগ ফুল (Celosia argentea, Cockscomb), কর্ন ফ্লাওয়ার (Centaurea cyanus, Cornflower), সুইট সুলতান (C. moschata, Sweet sultan), চন্দ্রমল্লিকা (Chrysanthemum spp), ক্যারিওপসিস (Coreopsis drummondii, Calliopsis), কসমস (Cosmos bipinnatus, Cosmos), বর্ষাতি কসমস (C. sulphureus, Summer cosmos), ডালিয়া (Dahlia variabilis, Dahlia), লার্কস্পার (Dalphinium ajacis, Larkspur), সুইট উইলিয়ম (Dianthus barbatus, Sweet willian), কার্নেসন (D. caryophyllus, Carnation), পিংক (D. chimnensis, Indian pink), গ্যালার্ডিয়া (Gaillardia pulchella, Blanket flower), সূর্যমুখী (Helianthus annuus, Sunflower), বোতাম ফুল (Gomphrena globosa, Globe amaranta), স্ট্র ফ্লাওয়ার Helichrysum bracteatum, Strawflower), দোপাটি (Impatiens balsamina, Balsam), মর্নিংগ্লোরি (Ipomea rubrocaerulea, Marning glory), সুইট পি (Lathyrus odoratus, Sweet pea), লবেলিয়া (Lobelia erinus, Lobelia), লুপিন (Lupinus spp, Lupin), পপি (Papaver rhoeas, Corn popy), পেটুনিয়া (Petunia hybrida, Petunia), ফ্লক্স (Phlox drummondii, Phlox), পর্তুলেকা (Portulaea grandiflora, Rose moss), স্যালভিয়া (Salvia coccinea, Sage), গাঁদা (Tagetes erecta, African marigold), কালী গাঁদা (T. patula, French marigold), ন্যাস্টারসিয়াম (Tropaeolum majas, Nasturtium), ভার্বেনা (Verbena hybrida, Verbena), পেন্সি (Viola tricolor hortensis, Viola), জিনিয়া (Zinnia elegans, Zinnia)। [দ্বিজেন শর্মা]