সাউথ বাংলা এগ্রিকালচার আ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

("'''সাউথ বাংলা এগ্রিকালচার আ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড'''..." দিয়ে পাতা তৈরি)
 
(কোনও পার্থক্য নেই)

০৮:১০, ১০ মে ২০২৩ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

সাউথ বাংলা এগ্রিকালচার আ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ২৫ মার্চ ২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। একই বছরের এপ্রিল মাসের ৩ তারিখে ১০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,০৮০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির পরিচালনা ভার ১৮ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত।

২০১৮ হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত সময়ে ব্যাংকটির অর্থনৈতিক খাতভিত্তিক অবদান নিম্নের তালিকায় উপস্থাপন করা হলো।

মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকায়)

বিবরণ ২০১৮ ২০১৯ ২০২০*
অনুমোদিত মূলধন ১০০০০০ ১০০০০০ ১০০০০০
পরিশোধিত মূলধন ৫৬৫৮ ৬২২৪ ৬২২৪
রিজার্ভ ১৯০২ ২১৯৭ ৩০০০
আমানত ৫৯৩০৪ ৭১৫৪০ ৬৮০০০
(ক) তলবি আমানত ১১৩৭৭ ১৪০২২ ১৩৬০০
(খ) মেয়াদি আমানত ৪৭৯২৭ ৫৭৫১৮ ৫৪৪০০
ঋণ ও অগ্রিম ৫০৫৫ ৫৬০০১ ৫৭০০৪
বিনিয়োগ ৭০৩৩ ১৫০৩৭ ১৪০০০
মোট পরিসম্পদ ৭০৬৬১ ৮৪৫৬৪ ৮১০০০
মোট আয় ৭৬৫৮ ৯২০০ -
মোট ব্যয় ৫৬২৫ ৬৯৩১ ৩৫৯৪
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা ৪৮০৭৩ ৪৯৭৩৫ ১৭৫০০
(ক) রপ্তানি ১৬৪০০ ১৭০৬০ ৬০০০
(খ) আমদানি ২৭৩৫৩ ২৮১১১ ১০০০০
(গ) রেমিট্যান্স ৪৩২০ ৪৫৬৪ ১৫০০
মোট জনশক্তি (সংখ্যায়) ৮০১ ৮৬৯ ৯০০
(ক) কর্মকর্তা ৭৭৫ ৮৩৮ ৮৬৮
(খ) কর্মচারী ২৬ ৩১ ৩২
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) ৮০১ ৮৬৯ ৯০০
শাখা (সংখ্যায়) ৭৪ ৮২ ৮২
(ক) দেশে ৭৪ ৮২ ৮২
(খ) বিদেশে
কৃষিখাতে
ক) ঋণ বিতরণ ৫৯৭ ৩৫৫ ২৫৯
খ) আদায় ৩৬৯ ৩৫৫ ৫৩
শিল্পখাতে
ক) ঋণ বিতরণ ৩৭২৬ ৬৮০০ ৬৫৫০
খ) আদায় ২৫৭৭ ৩৯১৭ ৩৫৮৭
খাত ভিত্তিক ঋণের স্থিতি
ক) কৃষি ও মৎস্য ৭৬৬ ৮৮৯ ৯৩৮
খ) শিল্প ২১৬৬৭ ২৩৫৩৬ ২৩৮২৩
গ) ব্যবসা-বাণিজ্য ৮৬৪০ ১০৭০৫ ১০৮৪৩
ঘ) দারিদ্র্য বিমোচন
ঙ) সি.এস.আর ৮১ ৭৫ ৭৫

উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০। * ২০২০ এর তথ্য জুন ২০২০ সময়ের এবং সাময়িক।

২০২০ সালে ব্যাংকের আমানত ব্যাংকিং খাতের মোট আমানতের, ০.৬ শতাংশ এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ব্যাংকিং খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণের ০.৫ শতাংশ। জুন ২০২০ ভিত্তিক আমানত এবং ঋণ ও অগ্রিমের গড় সুদহার ব্যবধান ৩.৯ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]