প্যারেসিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
("'''প্যারেসিস''' (Paresis) প্যারেসিস বা আংশিক পক্ষাঘাত হচ্ছে শরীর..." দিয়ে পাতা তৈরি) |
(কোনও পার্থক্য নেই)
|
১৫:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ
প্যারেসিস (Paresis) প্যারেসিস বা আংশিক পক্ষাঘাত হচ্ছে শরীরের এমন একটা অবস্থা যার কারণে দেহের মাংসপেশীর একটা অংশ আংশিক দুর্বল বা পক্ষাঘাত হয়ে স্বেচ্ছায় চলাচল করা কঠিন হয়ে যায়। যদিও প্যারেসিস আমাদের মাংসপেশীকে প্রভাবিত করে, নার্ভ বা স্নায়ুর ক্ষতির কারণে প্যারেসিস হয়ে থাকে। প্যারেসিস হচ্ছে উপরি মটর নার্ভ বা বহির্মুখ স্নায়ুর ক্ষতিসংক্রান্ত একটি লক্ষণ যাহা উদ্ভব হয় দেহের পেশীর চলাচল ক্রমান্বয়ে দুর্বলতর হয়ে আংশিক পক্ষাঘাতের মাধ্যমে। অন্যদিকে প্যারালাইসিস বা পক্ষাঘাত হচ্ছে দেহের পেশীর চলাচল কার্যকমের সম্পূর্ণরূপে ব্যাহত হওয়ার মাধ্যমে। বিভিন্ন রোগ ও আঘাতের মাধ্যমে মটর নার্ভের ক্ষতি বা অভাব-জনিত কারণে সাধারণত দেহের মাংসপেশীতে প্যারেসিস বা আংশিক পক্ষাঘাতের উদ্ভব হয়।
প্যারেসিসের প্রকারভেদ (১) মনোপ্যারেসিস (একক প্যারেসিস): মনোপ্যারেসিস বা একক আংশিক পক্ষাঘাতে কেবলমাত্র দেহের একটি প্রান্তিক অঙ্গ যেমন বাহু বা পদ আংশিক দুর্বলতর হয়ে যায়। (২) ডাইপ্যারেসিস: ডাইপ্যারেসিসে দেহের উভয় প্রান্তিক অঙ্গ যেমন বাহু ও পদ বা মুখের উভয় অংশ আংশিক দুর্বলতর হয়ে যায়। (৩) প্যারাপ্যারেসিস: প্যারাপ্যারেসিসে দেহের উভয় প্রান্তিক পদ এবং মাঝেমাঝে ট্রাঙ্ক বা ধড়ের একটা অংশ আংশিক দুর্বলতর হয়ে যায়। (৪) হেমিপ্যারেসিস: হেমিপ্যারেসিসে দেহের একপাশের উভয় বাহু এবং পদ আংশিক দুর্বলতর হয়ে যায়। (৫) ডাবল-হেমিপ্যারেসিস: ডাবল-হেমিপ্যারেসিসে দেহের একপাশের উভয় বাহু এবং পদ অপর পাশের উভয় বাহু এবং পদ থেকে বেশি দুর্বলতর হয়ে যায়। (৬) ট্রাইপ্যারেসিস: ট্রাইপ্যারেসিসে দেহের তিনটি প্রান্তিক অঙ্গ যেমন উভয় পদ ও এক বাহু আংশিক দুর্বলতর হয়ে যায়। (৭) টেট্রাপ্যারেসিস: টেট্রাপ্যারেসিসে দেহের উভয় বাহু এবং উভয় পদ আংশিক দুর্বলতর হয়ে যায়। (৮) পেন্টাপ্যারেসিস: পেন্টাপ্যারেসিসে দেহের চারটি প্রান্তিক অঙ্গ (উভয় বাহু এবং উভয় পদ) এবং দেহের মাথা অথবা ঘাড় বা গলা আংশিক দুর্বলতর হয়ে যায়।
প্যারেসিসের প্রধান কারণসমূহ স্ট্রোক, স্পাইনাল কর্ডে আঘাত (ইনজুরি), খিঁচুনি, সেরেবাল পালসি (মস্তিক পালসি)। [মো. মহসিন]
