হায়দার, খাজা জান শায়েক

হায়দার, খাজা জান শায়েক (১৯শ শতক)  ফারসি ও উর্দু ভাষার কবি। ঢাকায় তাঁর জন্ম। তাঁর প্রকৃত নাম ফয়েযুদ্দীন এবং সাহিত্যিক নাম ‘শায়েক’। পিতা খাজা খলীলুল্লাহ ছিলেন ঢাকার নবাব পরিবারের একজন প্রভাবশালী সদস্য।

হায়দার জান ফারসি ও উর্দু ভাষায় সমান দক্ষতায় কবিতা রচনা করতে পারতেন। তিনি দিল্লির বিখ্যাত উর্দু কবি গালিবের শিষ্যত্ব গ্রহণ করেন। গালিব তাঁকে ‘তুতীয়ে বাঙ্গালা’ (বাংলার তোতা) বলে আখ্যায়িত করেন। উর্দু দীভান নামে তাঁর একটি গীতিকাব্যের সংকলন প্রকাশিত হয়েছে। মীর্জা গালিব ও হায়দার জানের মধ্যে যেসব পত্র বিনিময় হয়, হাকিম হাবিবুররহমান ইন্শায়ে শায়েক  নামে সেগুলি সংকলন করেন।  [আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ]