হাফলং চ্যুতি

হাফলং চ্যুতি (Haflong Fault)  নাগা পাহাড় থেকে হাফলং পর্যন্ত ডিসাং ঘাতের দক্ষিণ-পশ্চিমমুখী অনুবর্তন (continuity)। এখানে ঘাতটি খুবই সংকীর্ণ কিন্তু জটিল ফাটল বলয়ের সৃষ্টি করেছে। এই ফাটল বলয়ের পশ্চিমমুখী অনুবর্তন অবশেষে ডাউকি চ্যুতির সাথে মিশে গেছে। এটির বিভিন্ন অংশের গতিপ্রকৃতি খুব পরিষ্কার নয়। ফাটল বলয়টি হাফলং-এর কাছে উত্তরপূর্ব থেকে দক্ষিণপশ্চিম ও পরবর্তীতে প্রায় সম্পূর্ণ পশ্চিমদিকে দিক পরিবর্তন করেছে। হাফলং থেকে ৬০ কিমি পশ্চিমে ডাউকি চ্যুতি প্রায় উল­ম্ব (vertical) এবং চ্যুতির দুইদিকের স্তরসমূহের মধ্যে বয়সের খুব বেশি পার্থক্য নেই। আরও পশ্চিমে নিচের স্তূপটি (down thrown block) দক্ষিণ অভিমুখী এবং সেখান থেকে আরও পশ্চিমে গারো পাহাড়ে চ্যুতিটি উত্তরদিকে সরে গেছে ঠিক যেখান থেকে শিলং মালভূমি দক্ষিণদিকে সরে গেছে।

হাফলং ঘাত অঞ্চলে দক্ষিণমুখী নতিসম্পন্ন সোপানাবলির (monocline) গাঠনিক পার্থক্য আছে। পূর্বে হাফলং এবং ডাউকির মাঝামাঝি চ্যুতির উত্তরদিকের স্তরসমূহ মোটামুটিভাবে আনুভূমিক কিংবা দক্ষিণদিকে আলতো নতিসম্পন্ন। অপরদিকে চ্যুতির দক্ষিণদিকের স্তরসমূহ খাড়া নতিসম্পন্ন এবং জায়গায় জায়গায় উল­ন্ব। হাফলং-এর পশ্চিমে মহীখাতীয় (geosyncline) প্রবীণ শিলা সিলেট চুনাপাথর অপেক্ষাকৃত নবীন ক্যালকেরিয়াস সোপান (shelf) শিলা কোপিলি কর্দমের প্রায় ৭ কিলোমিটারের কাছাকাছি এসে পৌঁছেছে।   [এ.এস.এম উবাইদউল­াহ]

আরও দেখুন হাফলং ঘাত